উৎপল ঘোষ, যশোর জেলা প্রতিনিধি : যশোরে ব্যাটারী চালিত রিকশা ভাড়া নিয়ে সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের মাঠের মধ্যে ব্রিজের উপর নিয়ে চাকু ঠেকিয়ে রিক্সা ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে স্থানীয় জনগণ ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত দু’জন ও একজন পলাতক আসামীর বিরুদ্ধে মামলা হয়েছে।
ঘটনার সুত্রে জানা যায় মামলাটি করেন, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার আব্দুলখালী গ্রামে। তিনি বর্তমানে যশোর শহরের খড়কী (স্বপন উকিলের বাড়ির ভাড়াটিয়া (দিদারুল মিস্ত্রির ছেলে মুনজুর বিশ্বাস।)
ধৃত আসামীরা হচ্ছে, সদর উপজেলার শেখহাটি তরফ নওয়াপাড়া মনিরুল ইসলামের ছেলে সমু গাজী,সদর উপজেলার শেখহাটি বাবলাতলা গ্রামের কামাল হোসেনের ছেলে নাহিদ হোসেন ও একই এলাকার ফারুক হোসেনের ছেলে সাজিদ। স্থানীয় জনগণ সমু গাজী ও সাজিদকে একটি বার্মিজ চাকুসহ ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ