উৎপল ঘোষ, যশোর জেলা প্রতিনিধি :
যশোর শার্শার নাভারণ- সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালীতে বাস চাপায় ইসলাম মিঠু (৩৫) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে দুর্ঘটনার ঘটনাটি ঘটে।
নিহত নুর ইসলাম মিঠু (৩৫) ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি ঠিকাদারের সহকারী ছিলেন। প্রত্যক্ষদর্শীর বরাতে যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী বাসটি হাড়িখালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলচালক একটি ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনাসামনি ধাক্কা খায়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবং মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। মিঠু বাগআঁচড়ায় একটি ব্রিজের কাজ দেখতে যাচ্ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী ঘটনার পর পরই পালিয়ে যান।
সংবাদ শিরোনাম
যশোরে সড়ক দুঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- মুক্তির লড়াই ডেস্ক :
- আপডেট সময় ০৬:০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
- ২৮৩ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ