ঢাকা ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা Logo দীগলটারীতে ভাঙা সেতুর কারণে দুই পাড়ের পাঁচ শতাধিক মানুষের চরম দুর্ভোগ Logo নীলফামারীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু  Logo লাকসাম গোবিন্দপুরে বিএনপির উঠান বৈঠক ও মহিলা সমাবেশ Logo শাহরাস্তি পৌর বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবি

রঙ বে রঙের রং

রঙ বে রঙের রং
মোঃ রহমত আলী, খালিশপুর, খুলনা

রঙ বে রঙের ভালোবাসা
পাওয়ার বড় আশা।
মিছেই মায়ার গুন’গুনানি’তে
দোতারা’ টা,ছিঁড়ে হলে একতারা,
একলা ঘরে থাকতে হবে
ভাবতে-ভাবতে কলম
কালি লাল হলো যা।

রঙ বে রঙের করুন কান্না,
মাপতে গেলে ওজন হয় না।
ইচ্ছা পূরণে অশ্রু ঝরে,
হারিয়ে গেলে খুঁজতে
থাকে কাঁদতে কাঁদতে।

রঙ বে রঙের কানের
কথায় কান দিওনা
পাগল মনা -মন আমার।
রঙ্গের জ্ঞানের সনে রং
মিলিয়ে, রঙের রং- বে-রঙ!
চিন্তা করে নিও।

রঙ বে রঙ্গের চোখের দেখায়
চোখ দিওনা হিরা’মন !
কদম সামলে চলে নিও
ঈমান আমূল খোয়া না যায়
চোখ দেখে চোখ নিও।

রঙ বে রঙের সুরাত দেখে
সিরাত বোঝা দায়,
মাসুম সবে, সবে’-ই বুঝি
সুষম কোথায় রায়।
চোখ কানা ণা মন কানা
আজে কতো’ক জ্ঞানের
বিবেক জ্ঞানী কানা।

রঙ বে রঙের বইয়ের
পাতায়, লেখক লিখে
বৈজ্ঞানিক কথায়,
ইতিহাস আমা জানা-না’র আছে,
বানর আগে না আদম(আঃ)আগে।
যেমন আছে প্রবাদ বটে
ডিম আগে না’ মুরগি আগে।
বে রং কে রঙ বানিয়ে
চায় কে ! সবের বদন
চেপে দিতে ছেপে।

রঙ বে রঙের দেমাগ য’তো
ঈমান বেঁচে ইলম কেনায়,
ছেঁড়া থলে ভর্তে চাহে,
আলেয়া-র কাহিনী বুঝে বুঝায়ে।
অবুঝ শিশু বটেই কমল কিছু !
বুঝবে সবই সময়-পারে,
হেদায়েত যবে গায়বী-পাবে।

রঙ বে রঙ্গের কেচ্ছা কতক,
রঙ্গের রঙে মিলিয়ে-ফেলিল।
খুঁটিয়ে খুঁটিয়ে তুলতে হবে,
বিবেক সনে বুদ্ধির ওজনে,
মনের পরিমাপে। জ্ঞানের-জ্ঞানে,
হক ! লুফেন যে জনে,
আসল জ্ঞানী মহা সে জনে।

রঙ বে রঙের ভালোবাসা
পাবার মিটিল আশা,
যে রঙ বোঝাতে চাহে
হক কিতাব আসমানী !
তা -না বুঝি মোরা।
উল্টো কেন বুঝাতে
চায় রং কথা-কণা।
জানিনা আমি ঠিক বুঝে
সবে কেন ? একটু বেশি !
রব তায়ালা হতে-ও কী ? অধিক!
নিজ নিজ মনের বেকার
কর্মেই হবু -হে -বে ঠিক
দু-কূলের রঙ বে রঙের রং !!

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস

SBN

SBN

রঙ বে রঙের রং

আপডেট সময় ০৬:৩৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

রঙ বে রঙের রং
মোঃ রহমত আলী, খালিশপুর, খুলনা

রঙ বে রঙের ভালোবাসা
পাওয়ার বড় আশা।
মিছেই মায়ার গুন’গুনানি’তে
দোতারা’ টা,ছিঁড়ে হলে একতারা,
একলা ঘরে থাকতে হবে
ভাবতে-ভাবতে কলম
কালি লাল হলো যা।

রঙ বে রঙের করুন কান্না,
মাপতে গেলে ওজন হয় না।
ইচ্ছা পূরণে অশ্রু ঝরে,
হারিয়ে গেলে খুঁজতে
থাকে কাঁদতে কাঁদতে।

রঙ বে রঙের কানের
কথায় কান দিওনা
পাগল মনা -মন আমার।
রঙ্গের জ্ঞানের সনে রং
মিলিয়ে, রঙের রং- বে-রঙ!
চিন্তা করে নিও।

রঙ বে রঙ্গের চোখের দেখায়
চোখ দিওনা হিরা’মন !
কদম সামলে চলে নিও
ঈমান আমূল খোয়া না যায়
চোখ দেখে চোখ নিও।

রঙ বে রঙের সুরাত দেখে
সিরাত বোঝা দায়,
মাসুম সবে, সবে’-ই বুঝি
সুষম কোথায় রায়।
চোখ কানা ণা মন কানা
আজে কতো’ক জ্ঞানের
বিবেক জ্ঞানী কানা।

রঙ বে রঙের বইয়ের
পাতায়, লেখক লিখে
বৈজ্ঞানিক কথায়,
ইতিহাস আমা জানা-না’র আছে,
বানর আগে না আদম(আঃ)আগে।
যেমন আছে প্রবাদ বটে
ডিম আগে না’ মুরগি আগে।
বে রং কে রঙ বানিয়ে
চায় কে ! সবের বদন
চেপে দিতে ছেপে।

রঙ বে রঙের দেমাগ য’তো
ঈমান বেঁচে ইলম কেনায়,
ছেঁড়া থলে ভর্তে চাহে,
আলেয়া-র কাহিনী বুঝে বুঝায়ে।
অবুঝ শিশু বটেই কমল কিছু !
বুঝবে সবই সময়-পারে,
হেদায়েত যবে গায়বী-পাবে।

রঙ বে রঙ্গের কেচ্ছা কতক,
রঙ্গের রঙে মিলিয়ে-ফেলিল।
খুঁটিয়ে খুঁটিয়ে তুলতে হবে,
বিবেক সনে বুদ্ধির ওজনে,
মনের পরিমাপে। জ্ঞানের-জ্ঞানে,
হক ! লুফেন যে জনে,
আসল জ্ঞানী মহা সে জনে।

রঙ বে রঙের ভালোবাসা
পাবার মিটিল আশা,
যে রঙ বোঝাতে চাহে
হক কিতাব আসমানী !
তা -না বুঝি মোরা।
উল্টো কেন বুঝাতে
চায় রং কথা-কণা।
জানিনা আমি ঠিক বুঝে
সবে কেন ? একটু বেশি !
রব তায়ালা হতে-ও কী ? অধিক!
নিজ নিজ মনের বেকার
কর্মেই হবু -হে -বে ঠিক
দু-কূলের রঙ বে রঙের রং !!