
রাতের পথে রাত হেটে যায়
নিঃশব্দ সন্তর্পনে
সাথে স্বপ্নেরাও একাকী হাটে অসীমান্ত পথ ধরে,
তারারা অপলক চেয়ে থাকে পৃথিবীর পথে
ভালোবাসার অসমাপ্ত লেনদেন হাতে
সূর্যোদয় বিলম্বিত হওয়ার প্রার্থনায় তখন
অষ্টাদশীও জেগে থাকে অতন্দ্র।
প্রেয়সীর চোখে ঘুম নেই
নীরব নিস্তব্দ এ সময়ে বাতাসের বুক ভরে
কোন সে রমণীর আকাংখা খন্ড খন্ড কালো মেঘ হয়ে ভেসে যায় জানিনা,
মৃদু বাতাসে কান পেতে আমি শুনতে পাই
দেখতে পাই রাতের পথে সে নিরুপায় রমণীর পথ খুঁজে বেড়ানোর অদম্য একাগ্র ব্যস্ততা।
অন্ধকারের ও একটা স্পষ্ট রূপ আছে
তাইতো অমাবস্যার গুমোট অন্ধকারে মাঝে মাঝে আমি হাত বাড়াই,
আসলে কালো মেয়েটি যে কালো নয়
তার অন্তরাত্মার অপরূপ আমি দেখেছি
তার চোখের দিকে তাকালেই বুঝা যায় কি এক অকৃতিম সৌন্দর্য্যে মহিমান্বিত হয়ে আছে তার ভূবন।
রাতের পথে রাত অবিরাম হেটে যায়
শ্রান্তিহীন ক্লান্তিহীন অদম্য বিশ্বাসে নিঃশ্বাস চলে
মায়াবিনী মোহে ,
মনের অলিন্দে যার নিত্য আসাযাওয়া
তারে কাছে পেতে অন্তরের তানপুরা কেঁদে উঠে অজান্তে
তবুও রাত হেটে যায় রাতের পথেই।
(আগরতলা – মে এগারো ‘২৩)