
খুলনা প্রতিনিধি:
খুলনার রূপসায় খানজাহান আলী (রূপসা) সেতু টোল প্লাজায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিএম এরশাদ হোসেন (৩৮) নামে এক মাদক বিক্রেতা কে ১০ হাজার পিস এ্যমফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃত বিএম এরশাদ হোসেন নড়াইল জেলার লোহাগড়া থানার ধানাইড় গ্ৰামের গোলাম মোস্তফার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা এর উপ পরিচালক মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ বদরুল হাসানের নেতৃত্বে বিভাগীয় ষ্টাফ সহ মাদক দ্রব্য উদ্ধার অভিযানে ২৩ অক্টোবর সোমবার বিকাল ৪ টা ৩০ মিনিটে রূপসা সেতু টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা কালে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রী বিএম এরশাদ হোসেন এর দেহ তল্লাশি করে একটি লাল রঙের শপিং ব্যাগের মধ্যে সাদা পলিথিনে মোড়ানো ১০ হাজার পিস এ্যমফিটামিন যুক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এ সংক্রান্তে পরিদর্শক মোঃ বদরুল হাসান বাদী হয়ে উক্ত আসামী বিএম এরশাদ হোসেন এর বিরুদ্ধে রূপসা থানায় নিয়মিত মামলা দায়ের করেন।