খুলনা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য দীপাংশু মালাকার মনি , অস্ত্রসহ গ্রেফতার কৃত বিনয় বিশ্বাস, ভগিরথ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিয়ালী বাজারে ১০ মে বিকালে মানববন্ধন করেছেন গ্রামবাসী।
মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সদস্য বিনোদিনী পাল, ইলিকা বিশ্বাস (প্রভাষক চাঁদপুর কলেজ), নিত্যানন্দ বিশ্বাস, অপূর্ব হালদার, ভোলানাথ বিশ্বাস, মোহিত বিশ্বাস, বিভাস বিশ্বাস, বিবরণ হালদার, সরুপ রায় গিরি তরফদার, মহিলা আওয়ামী লীগের নেত্রী সাধনা হালদার, সীমা মন্ডল, শম্ভু মল্লিক, অজিত হালদার, মৃন্ময় ধর শিপন, মকরন্দ মজুমদার, অজয় ধর, দীপক বৈরাগ, প্রমূখ।
গ্রামবাসী সন্ত্রাসী ইউপি সদস্য দীপাংশু মালাকার মনি ও তার বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানায় এবং এলাকায় মদ জুয়া মাদক বন্ধ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।