মহিলাদের স্বাবলম্বী করে তুলতে কুমিল্লার লাকসামে হতদরিদ্র মহিলাদের মাঝে বিনামুল্যে ৪৮ টি সেলাই মেশিন, আয়রন মেশিন ও গজ কাপড় বিতরণ করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, লাকসাম এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম শাহিন, বাকই দক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব রেজাউনুর রহমান।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, লাকসাম এরিয়া প্রোগ্রামের আয়োজনে ওই অনুষ্ঠানে লাকসাম পৌরএলাকায় ১২, বাকই দক্ষিণ ইউনিয়নে ১২, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে ১০ এবং কান্দিরপাড় মডেল ইউনিয়নে ১৪ জনসহ ৪৮ জন হতদরিদ্র মহিলাকে বিনামুল্যে সেলাই মেশিন, আয়রন মেশিন ও গজ কাপড় দেয়া হয়েছে।
এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, লাকসাম এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার, অশেষ রেমা, স্পনসরশীপ এন্ড সাপোর্ট সিস্টেম অফিসার লীজা হালদার প্রমূখ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
লাকসামে সেলাই মেশিন বিতরণ
- লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
- আপডেট সময় ০১:০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
- ১৪৫ বার পড়া হয়েছে
ট্যাগস
লাকসামে সেলাই মেশিন বিতরণ
জনপ্রিয় সংবাদ