মাসুদ পারভেজ রনি,
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩নভেম্বর) সন্ধ্যা ৮ টায় লাকসাম পৌরসভা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস।
৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আমাদের আজকের এই আয়োজন। নির্বাচন পর্যন্ত এই কর্মী সমাবেশ পাড়া মহল্লায় অব্যাহত থাকবে। পদ-পদবী নিয়ে বসে থাকলে চলবে না। মানুষের ভালোবাসা অর্জন করে দলের জন্য কাজ করতে হবে। নিয়মিত সভা করতে হবে। নেতাকর্মীদের মর্যাদা দিতে হবে। সাধারণ মানুষ থেকে শুরু করে একজন সামান্য কর্মীদের ও মূল্যায়ন করতে হবে। এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের অভিভাবক এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলামের দিকনির্দেশনায় স্বচ্ছতার সাথে নিজ দায়িত্ব পালন করার জন্য সকল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাবুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান কাঞ্চন, কৃষি বিষয়ক সম্পাদক মজিব উল্লাহ খন্দকার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির কামাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন,ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কবির আহমেদ, স্বাধীন, দুলাল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, ধর্ম বিষয়ক সম্পাদক হেলালি, খালেক মিয়া, আবুল হোসেন,মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা ফাতেহা, সখি রবিদাস,কাজল রবিদাস, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফি, যুবলীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন জনি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সবুজ আহমেদ ওয়ার্ড ও পাড়া কমিটির নেতৃবৃন্দ।