বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার নতুন কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন, পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৪ ঘটিকায় লালমনিরহাট পৌর মার্কেট এলাকায় ছাত্রলীগ অফিসের পাশে অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড মতিয়ার রহমান।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক (অব:) আব্দুল মজিদ মন্ডল, প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড মতিয়ার রহমান, প্রধান বক্তা সাবেক সাংসদ কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক ভোলা পাটোয়ারি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ন কবির, অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেরদৌস বেগম বিউটি সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখা।