ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফুলবাড়ীতে প্রি-পেইড মিটার বন্ধের দাবি Logo বরুড়ার দলুয়া তুলাগাও দাখিল মাদ্রাসার ৫৪ তম বার্ষিক বড় খতম ও দোয়া অনুষ্ঠিত Logo ফুলবাড়ীতে কানাহার ডাঙ্গা ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo ঝিনাইদহ আড়মুখী জে জে মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী পালিত Logo মুরাদনগরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি ও শীতবস্ত্র বিতরণ Logo টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু (ভিডিও) Logo ম্যাকাও মাতৃভূমির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং অনন্য অবদান রেখেছে Logo ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের স্বাগত নৈশভোজে সি চিন পিং Logo হেংছিন কুয়াংতং ও ম্যাকাও গভীর সহযোগিতা এলাকা নির্মাণে অগ্রগতি অর্জিত হয়েছে Logo ম্যাকাওয়ে সি’র সঙ্গে প্রধান নির্বাহী ছেন হাও হুইয়ের বৈঠক

শরণখোলা রেঞ্জ অফিস চত্বরে বাঘ, আতঙ্কে বনকর্মীরা

বাগেরহাট জেলা প্রতিনিধি

সম্প্রতি সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস চত্বরে বাঘের দেখা পেয়েছেন বনকর্মীরা। রাতের আঁধারে টর্চ লাইটের আলোয় বাঘটির আনাগোনা চোখে পড়ে তাদের।
প্রথম দফায় গত মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাঘের দেখা মেলে।অন্ধকারে টর্চের আলোয় বাঘটি দেখতে পেয়ে ছবি তোলেন বনকর্মীরা। তখন কৌশলে তাড়িয়ে দেওয়া বাঘটি রাত ১২টার দিকে ফের রেঞ্জ অফিস চত্বরে আসে।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, “সন্ধ্যার দিকে অফিস চত্বরে কয়েকটি হরিণ ঘাস খাচ্ছিল। এমন সময় বনের ভেতর থেকে একটি বাঘ এসে হরিণের পালে আক্রমণ করে। বনকর্মীরা বিষয়টি দেখতে পান এবং বাঘটির চলাফেরা ভিডিও করেন। তখন শব্দ করে বাঘটিকে তাড়িয়ে দেওয়া। পরবর্তীতে রাত ১২টার দিকে হরিণের অস্বাভাবিক ডাকাডাকি শোনা যায়। এ থেকে ধারণা করা হচ্ছে, বাঘটি গভীর রাতে আবারও এখানে এসেছিল।এদিকে বাঘের আনাগোনা বেড়ে যাওয়ায় বনকর্মীদের সন্ধ্যার পর একা বের হতে নিষেধ করা হয়েছে বন অফিস থেকে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মো. নূরুল করিম বলেন, “শরণখোলা রেঞ্জ অফিসটির পূর্ব পাশে গহীন বন এবং পশ্চিম পাশে ভোলা নদী। তাই পূর্বদিক থেকে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী অফিস চত্বরে সহজেই প্রবেশ করে।পূর্ব পাশের পৌনে এক কিলোমিটার এলাকা কাঁটাতারের বেড়া দিয়ে আটকানো গেলে আর কোনো বাঘ ঢুকতে পারবে না, নিরাপদ থাকবেন বনরক্ষীরা। শিগগিরই সুরক্ষার ব্যবস্থা করা হব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ীতে প্রি-পেইড মিটার বন্ধের দাবি

SBN

SBN

শরণখোলা রেঞ্জ অফিস চত্বরে বাঘ, আতঙ্কে বনকর্মীরা

আপডেট সময় ১০:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩

বাগেরহাট জেলা প্রতিনিধি

সম্প্রতি সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস চত্বরে বাঘের দেখা পেয়েছেন বনকর্মীরা। রাতের আঁধারে টর্চ লাইটের আলোয় বাঘটির আনাগোনা চোখে পড়ে তাদের।
প্রথম দফায় গত মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাঘের দেখা মেলে।অন্ধকারে টর্চের আলোয় বাঘটি দেখতে পেয়ে ছবি তোলেন বনকর্মীরা। তখন কৌশলে তাড়িয়ে দেওয়া বাঘটি রাত ১২টার দিকে ফের রেঞ্জ অফিস চত্বরে আসে।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, “সন্ধ্যার দিকে অফিস চত্বরে কয়েকটি হরিণ ঘাস খাচ্ছিল। এমন সময় বনের ভেতর থেকে একটি বাঘ এসে হরিণের পালে আক্রমণ করে। বনকর্মীরা বিষয়টি দেখতে পান এবং বাঘটির চলাফেরা ভিডিও করেন। তখন শব্দ করে বাঘটিকে তাড়িয়ে দেওয়া। পরবর্তীতে রাত ১২টার দিকে হরিণের অস্বাভাবিক ডাকাডাকি শোনা যায়। এ থেকে ধারণা করা হচ্ছে, বাঘটি গভীর রাতে আবারও এখানে এসেছিল।এদিকে বাঘের আনাগোনা বেড়ে যাওয়ায় বনকর্মীদের সন্ধ্যার পর একা বের হতে নিষেধ করা হয়েছে বন অফিস থেকে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মো. নূরুল করিম বলেন, “শরণখোলা রেঞ্জ অফিসটির পূর্ব পাশে গহীন বন এবং পশ্চিম পাশে ভোলা নদী। তাই পূর্বদিক থেকে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী অফিস চত্বরে সহজেই প্রবেশ করে।পূর্ব পাশের পৌনে এক কিলোমিটার এলাকা কাঁটাতারের বেড়া দিয়ে আটকানো গেলে আর কোনো বাঘ ঢুকতে পারবে না, নিরাপদ থাকবেন বনরক্ষীরা। শিগগিরই সুরক্ষার ব্যবস্থা করা হব।