
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ-ক্রীড়াই শক্তি-হার জিত বড় কথা নয় খেলায় অংশগ্রহন করাই বড় কথা।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১০ ঘটিকার কালীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ ফকির সামসুদ্দিন শ্রমিক উচ্চ বিদ্যালয়ের এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি ও শহীদ ফকির শামসুদ্দিন শ্রমিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন (পলাশ), বাহাদুরশাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক এইচ এম, এম,আবু বকর চৌধুরী, গাজীপুর জেলা পরিষদ সদস্য মোঃ দেলোয়ার হোসেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড: মাকসুদর রহমান খাঁন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লাল মিয়া, বাহাদুরশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ
বিষয়ক সম্পাদক বলরাম দত্ত প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন, শহীদ ফকির শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মো: আবদুল বাতেন।