যশোরের শার্শায় গাঁজাসহ মোঃ বিল্লাল হোসেন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার শার্শা থানাধীন নাভারন বাজার এলাকা থেকে তাকে আটক করেছেন।
সে শার্শা থানার জেলে পাড়া এলাকার মোঃ আঃ রাজ্জাক ও মোছাঃ রহিমা বেগমের ছেলে।
এ সময় গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ০২ (দুই) কেজি গাঁজা ও ০১ (এক) টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এছাড়াও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, উক্ত গাঁজা মোঃ মুকুল মিয়া (৪০) পিতা- মোঃ মানিক হার, মাতা- মোছাঃ সাফিয়া বেগম, সাং-লটাদিঘা, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর এর নিকট হইতে ক্রয় করিয়াছে এবং তাহার বাড়িতে আরোও গাঁজা আছে। গ্রেফতারকতৃ আসামীর স্বীকারোক্তি মোতাবেক আভিযানিক দলটি মোঃ মুকুল মিয়া (৪০) এর বাড়িতে একই তারিখ সময় ২০.৫৫ ঘটিকায় অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামী *২। মোঃ মুকুল মিয়া (৪০)* পালিয়ে যায়। পরবর্তীতে পলাতক আসামী মোঃ মুকুল মিয়া (৪০) এর বাড়ি তল্লাশী করে ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।