যশোরের শার্শায় ভারতীয় ফেন্সিডিলসহ শিমুল গাজী (২৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (২২ মার্চ) রাত দশ টার সময় ৩৫ (পয়ত্রিশ) বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।
আটক, মোঃ শিমুল গাজী উপজেলা ৭নং কায়বা ইউনিয়নের রাড়ীপুকুর গ্রামের আব্দুস সোবহান গাজীর ছেলে।
ডিবি অফিস সূত্রে জানা গেছে, মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে, ডিবি’র এসআই মোঃ সোলায়মান আক্কাস, ও এএস’আই মোঃ শফিউর রহমানের নেতৃত্বে ডিবি’র একটি চৌকস টিমের সমন্বয়ে উপজেলা রাড়িপুকুর গ্রামে ইউনুস আলীর বাড়ির সামনে বাগআঁচড়া টু কায়বা গামী পাকা রাস্তার উপর থেকে ওই যুবককে ৩৫ (পয়ত্রিশ) বোতল ফেন্সিডিলসহ আটক করে।
যশোর গোয়েন্দা (শাখা) ডিবির ওসি রুপন কুমার সরকার নাটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে শার্শা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত মাদক ও আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে।