ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মাঠের রাস্তায় জামাই শাশুড়ির বাঁশের বেড়া: বিপাকে দুই গ্রামের কৃষক Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার Logo বান্দরবানে ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্ট

শিয়াল-শকুনে

শিয়াল-শকুনে
প্রিয়াংকা নিয়োগী
পুন্ডিবাড়ী, ভারত

 

ভারী মজা,
সুযোগ পেলেই দিচ্ছে থাবা,
হ্যাচরাচ্ছে মাংস তুলে নিচ্ছে,
জালা হলে মলম লাগিয়ে দিচ্ছে।
শান্তনার বাণিতে মন ভরিয়ে দিচ্ছে,
সময় হলে শুড়শুড়ি দিচ্ছে,
বোকা বানিয়ে রাখা যায় যেভাবে।
গর্তে লুকিয়ে থাকে,
খাবারের ও প্রয়োজনের সন্ধানে
এদিক ওদিক চলে।

উড়ে চলেছে সখ ফূর্তি করতে,
নিজের পেট ভর্তে,
মাংস দেখলেই বসে পড়ছে,
আর কারো কথা ভাবার দরকার নেই,
নিজে চেটে পুটে খেয়ে নিক,
বাকিরা রসার তলে যাক!
জুটলো কি জুটলো না,
দেখা বা ভাবার নেই!

বাকিরা না খেতে পারলেতো লাভ শিয়াল শকুনের,
রাজ্য-অধিকার-সিংহাসন সবই তাদের।
কজন বোঝে এসব ব্যাপার!

আটকাতে হবে শেয়ালের চালাকি,
শকুনের দৃষ্টি,
তবেই মুক্তি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মাঠের রাস্তায় জামাই শাশুড়ির বাঁশের বেড়া: বিপাকে দুই গ্রামের কৃষক

SBN

SBN

শিয়াল-শকুনে

আপডেট সময় ০৭:০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

শিয়াল-শকুনে
প্রিয়াংকা নিয়োগী
পুন্ডিবাড়ী, ভারত

 

ভারী মজা,
সুযোগ পেলেই দিচ্ছে থাবা,
হ্যাচরাচ্ছে মাংস তুলে নিচ্ছে,
জালা হলে মলম লাগিয়ে দিচ্ছে।
শান্তনার বাণিতে মন ভরিয়ে দিচ্ছে,
সময় হলে শুড়শুড়ি দিচ্ছে,
বোকা বানিয়ে রাখা যায় যেভাবে।
গর্তে লুকিয়ে থাকে,
খাবারের ও প্রয়োজনের সন্ধানে
এদিক ওদিক চলে।

উড়ে চলেছে সখ ফূর্তি করতে,
নিজের পেট ভর্তে,
মাংস দেখলেই বসে পড়ছে,
আর কারো কথা ভাবার দরকার নেই,
নিজে চেটে পুটে খেয়ে নিক,
বাকিরা রসার তলে যাক!
জুটলো কি জুটলো না,
দেখা বা ভাবার নেই!

বাকিরা না খেতে পারলেতো লাভ শিয়াল শকুনের,
রাজ্য-অধিকার-সিংহাসন সবই তাদের।
কজন বোঝে এসব ব্যাপার!

আটকাতে হবে শেয়ালের চালাকি,
শকুনের দৃষ্টি,
তবেই মুক্তি।