
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে পুলিশ লাইন্স, গাজীপুরে পুনাক, গাজীপুর ও জেলা পুলিশ, গাজীপুরের আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের সুযোগ্য পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাজীপুর এর সভানেত্রী জিনিয়া ফারজানার সভাপতিত্বে
এ সময় আরোও উপস্থিত ছিলেন মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক বিভাগ, রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।