কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীকাইল সরকারি কলেজে ২০২৩ সালের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ১লা ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় শ্রীকাইল সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঁইয়া জনী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীকাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার।
প্রভাষক কামরুল হাসান মিকাইল ও মোঃ সফিকুল ইসলামের সঞ্চালনায় ওরিয়েন্টেশন ক্লাসে বক্তব্য রাখেন
সহকারী অধ্যাপক দেওয়ান মোঃ নকিবুল হুদা, প্রভাষক মোঃ সুমন মিঞা, প্রভাষক মোঃ ফয়েজ আহমেদ, মুরাদনগর উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম কে আই জাবেদ, শিক্ষার্থীদের মধ্যে মোঃ আশিক, মোঃ ওমর ফারুক প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শ্রীকাইল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সহিদুল হক সরকার, লুৎফর রহমান, প্রভাষক জাকিরুর রহমান, জাহাঙ্গীর আলম, মোঃ জাকির হোসেন, আবু সুফিয়ান, কামরুল হাসান, আবু জাফর, শাহিনুল ইসলাম পলাশ, কাজী রওনক জাহান, জাহানারা বেগম, সালমা পরভীন, ছাকিনা আক্তার। বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সহ-সভাপতি আলমগীর বেগ, শ্রীকাইল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরানুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ গোলাম কিবরিয়া, মোঃ ফখরুল ইসলাম প্রমূখ।