
দীপক কুমার দেব নাথ, সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব নুর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদন দেয়া হয়েছে।
চিঠিতে কালিকচ্ছ ইউনিয়ন যুবদলের ইসমাইল হোসেন কে আহবায়ক ও আব্দুর রাকিব সিনিয়র যুগ্ম আহবায়ক ও আকরাম মিয়াকে সদস্য সচিব করে ৩১ সদস্যের কমিটি করা হয়েছে।
সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান বলেন, কালিকচ্ছ ইউনিয়ন যুবদলের ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে, এই কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।