ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সরাইলে জেলের মরদেহ উদ্ধার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ১৬ ঘন্টা পর জেলের মরদেহ উদ্ধার। উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনার শাখা বেমালিয়া নদীর উত্তরপাশের বিল থেকে ফরিদ মিয়া (৬৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০জুলাই) সকাল ১০টার দিকে নাসিরনগর উপজেলার ঘুজিয়াখাইল ও চাতলপাড় এলাকার বেমালিয়া নদীর উত্তর পাশে মাইল্লা বিল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফরিদ মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন বিকেলে মেঘনা ও বেমালিয়া নদীতে জাল ফেলে মাছ শিকার করতে যেতেন ফরিদ মিয়া। সারারাত মাছ ধরে সকালে বাজারে নিয়ে সেই মাছ বিক্রি করে বাড়িতে ফিরে আসতেন তিনি। ঘটনার দিন রোববার মাছ বিক্রি করে নিদিষ্ট সময়ে বাড়িতে না আসার কারণে পরিবারের লোকজন তার খোঁজে বের হয়। পরে সোমবার সকাল ১০ টার দিকে বেমালিয়া নদীতে ফরিদ মিয়ার মরদেহ ভাসতে দেখে কাঁদতে শুরু করেন তার স্বজনরা।

এরপরে স্থানীয় লোকজন ও স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনা স্থলে যান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসলাম হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরাইলে জেলের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ১৬ ঘন্টা পর জেলের মরদেহ উদ্ধার। উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনার শাখা বেমালিয়া নদীর উত্তরপাশের বিল থেকে ফরিদ মিয়া (৬৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০জুলাই) সকাল ১০টার দিকে নাসিরনগর উপজেলার ঘুজিয়াখাইল ও চাতলপাড় এলাকার বেমালিয়া নদীর উত্তর পাশে মাইল্লা বিল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফরিদ মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন বিকেলে মেঘনা ও বেমালিয়া নদীতে জাল ফেলে মাছ শিকার করতে যেতেন ফরিদ মিয়া। সারারাত মাছ ধরে সকালে বাজারে নিয়ে সেই মাছ বিক্রি করে বাড়িতে ফিরে আসতেন তিনি। ঘটনার দিন রোববার মাছ বিক্রি করে নিদিষ্ট সময়ে বাড়িতে না আসার কারণে পরিবারের লোকজন তার খোঁজে বের হয়। পরে সোমবার সকাল ১০ টার দিকে বেমালিয়া নদীতে ফরিদ মিয়ার মরদেহ ভাসতে দেখে কাঁদতে শুরু করেন তার স্বজনরা।

এরপরে স্থানীয় লোকজন ও স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনা স্থলে যান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসলাম হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।


Fatal error: Uncaught wfWAFStorageFileException: Unable to save temporary file for atomic writing. in /home/bestweb/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php:34 Stack trace: #0 /home/bestweb/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php(658): wfWAFStorageFile::atomicFilePutContents('/home/bestweb/p...', '<?php exit('Acc...') #1 [internal function]: wfWAFStorageFile->saveConfig('transient') #2 {main} thrown in /home/bestweb/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php on line 34