
নাটোরের সিংড়ায় আয়েশ শেখ রাসেল স্মৃতি সংঘের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫ টায় উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ বাজারে এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়েশ শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি সৌরভ সোহরাবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ২ নং ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন। বক্তব্য দেন, ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য তারেক হোসেন দুলাল, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফ মাহমুদ প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ফকির, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন, আয়েশ গ্রামের প্রবীণ আওয়ামীগ কর্মী শেখ বাহা উদ্দিন শেখ, আলা উদ্দিন আকন্দ, ২ নং ডাহিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশিদুল ইসলাম শ্রাবণ, সাধারন সম্পাদক হাশেম আলী প্রমূখ।
আলোচনা শেষে দ্বিন-ই ইসলামী নিয়ে আলোচনা করেন মাওলানা জালাল উদ্দিন। পরে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম।