মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
গোয়েন্দা সূত্রে জানা যায় যে, ১৪ নভেম্বর ২০২৩ তারিখ সোনামসজিদ আইসিপি দিয়ে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে। এর প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ আইসিপিতে কর্মরত সদস্যগণ ও কাস্টমস সদস্য কর্তৃক অধিক সতকর্তার সাথে বাংলাদেশ হতে ভারতে গমনকৃত পাসপোর্টধারী যাত্রী তল্লাশীর কার্যকরম পরিচালনা করে। এক পর্যায়ে বাংলাদেশী নাগরিক (পাসপোর্ট নম্বর-A05546178) মোঃ শাইন মাদবর, পিতা-মোঃ রউফ মাদবর, গ্রাম-বড়কান্দি, পোষ্ট-কুটিয়ারচর মাদবরবাড়ী, থানা-জাজিরা এবং জেলা-শরিয়তপুরকে তল্লাশী করে ০২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২৩৩ গ্রাম এবং মূল্য ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা। স্বর্ণের বার জুয়েলারী সমিতি, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরীক্ষা করতঃ এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। আসামীসহ স্বর্ণের বার সোনামসজিদ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।