সুক্রিয়া দাস
ফেসবুকেতে প্রথম দেখা,
ম্যাসেঞ্জারে সুখ দুঃখের কথা।
হোয়াটসঅ্যাপে ভাব বিনিময়,
এ যেনো প্রেমের বিশাল রূপকথা।
ইস্টাগ্ৰামের ছবি দেখে
মনে লাগলো রঙ,
স্বপ্নে তারা ভাসতে থাকে,
চলতে থাকে প্রেমের নামে
বিচিত্র সব ঢঙ।
সোশ্যাল মিডিয়া জুড়ে বসে
কত্তো প্রেমের মেলা,
এত্তো রকম প্রেমের বহর
দেখতে গিয়ে চোখে ধরেছে জ্বালা।
এখানে শুধুই সুন্দর সুন্দরীদের ছড়াছড়ি,
রোমান্স দিচ্ছে গড়াগড়ি।
সবাই কেমন হিরো হিরোইন,
প্রেম সাগরে যেনো খেলছে সাবমেরিন।
বিভিন্ন চলচ্চিত্র চলে এখানে,
মন দিয়ে দেখি সব,
কতো দুঃখের স্ট্যাটাস দেখি
শুনতে পাই কতো বিরহের রব।
রাত্রি দিন চলতে থাকে
প্রেমের লীলা খেলা,
তারপর সামান্য ভুলবোঝাবুঝি হলে,
নামে বিচ্ছেদের ভেলা।
সোশ্যাল মিডিয়ার প্রেম
বেশির ভাগই নকল,
টাইম পাস শেষ হলেই
প্রেম হয় বিরক্তির দাবানল।