প্রজন্ম ০৭০৯ সামাজিক সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৭ এপ্রিল) চাঁদপুরের হাজীগঞ্জ বাজারস্থ শেখ সিটি কমপ্লেক্সের সামনে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে- ছোলা, ডাল, চিনি, তেল, পেঁয়াজ, মুড়ি ও খেজুর।
এ সময় প্রজন্ম ০৭০৯ সামাজিক সংস্থার সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন জেলা থেকে আগত ০৭০৯ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার সামগ্রী বিতরণ শেষে প্রজন্ম ০৭০৯ সামাজিক সংস্থার সদস্যরা বলেন, আমরা ২০০৭ সালে এসএসসি ও ২০০৯ সালে এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা আজ ফেসবুক গ্রæপের মাধ্যমে একত্রিত হয়েছি। আমাদের কেন্দ্রীয় গ্রæপে প্রায় এক লাখ ২০ হাজার সদস্য রয়েছে। এছাড়া জেলাভিত্তিক গ্রæপও রয়েছে। এ গ্রæপগুলোর মাধ্যমে আমরা সামাজিক কাজ করার চেষ্টা করি। বিভিন্ন দুর্যোগ-বিপর্যয়েও আমাদের বন্ধুরা কাজ করে থাকে।
তিনি বলেন, ০৭০৯ বø্যাড ব্যাংক নামে আমাদের নিজস্ব অ্যাপস রয়েছে। আমাদের গ্রæপের বন্ধুরা প্রতিমাসেই উল্লেখযোগ্য সংখ্যক ব্যাগ রক্তদান করে থাকে।
ইফতার সামগ্রী বিতরণ শেষ করে প্রজন্ম ০৭০৯ সামাজিক সংস্থার সকল সদস্যবৃন্দ শেখ সিটি শপিং মহলের ৩য় তলা ক্যাপে চাইনিজ ইফতার কার্যক্রম সমাপ্ত করেন।