
যুক্তরাষ্ট্র আবারও ফেন্টানাইলের অজুহাতে চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গত (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ফেন্টানাইল সমস্যার মূল কারণ যুক্তরাষ্ট্রের মধ্যেই রয়েছে। মার্কিন জনগণের সাথে মানবিকতা ও বন্ধুত্বের কারণে, যুক্তরাষ্ট্রকে ফেন্টানাইল সমস্যা মোকাবিলায় সহায়তা করার জন্য চীন কার্যকর পদক্ষেপ নিয়েছে, যুক্তরাষ্ট্রের সব স্তরের মানুষ চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
মুখপাত্র বলেন, কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্র চীনকে অপমান করছে, দোষারোপ করছে এবং চাপ ও ব্ল্যাকমেইল করার জন্য অতিরিক্ত শুল্ক আরোপ করছে। যা শত্রুতার সাথে দয়ার প্রতিদান দিচ্ছে! এতে যুক্তরাষ্ট্র নিজের সমস্যা সমাধানে ব্যর্থ হবে এবং মাদকবিরোধী খাতে উভয় পক্ষের মধ্যে সংলাপ ও সহযোগিতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
মুখপাত্র জোর দিয়ে বলেন, চাপ, জবরদস্তি ও হুমকি চীনকে মোকাবিলার সঠিক উপায় নয়। যদি যুক্তরাষ্ট্রের ভ্রান্ত উদ্দেশ্য থাকে এবং শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্যান্য যুদ্ধে লড়াই করার জন্য জোর দেয়, তবে চীন শেষ পর্যন্ত এগিয়ে যাবে। চীন যুক্তরাষ্ট্রকে গুণ্ডামি বন্ধ করা এবং দ্রুত সংলাপ ও সহযোগিতার সঠিক পথে ফিরে আসার তাগিদ দেয়।
সূত্র : জিনিয়া-তৌহিদ-আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।