ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অথেনটিক ট্রাভেল এজেন্ট এন্ড ট্রেডার্স এর বিরুদ্ধে মানব পাচার ও প্রতারণার অভিযোগ

স্টাফ রিপোর্টার

ঢাকার যাত্রা বাড়ি থানার ৪০ নং শহিদ ফারুক সড়কের ৫ম তলায় বড়ো পরিসরে অথেনটিক ট্রাভেল এজেন্ট এন্ড ট্রেডার্স এ-র অফিস।
প্রতারণার শিকার ভুক্তভোগী কুড়িগ্রাম জেলার কফিলউদ্দিন এর ছেলে আব্দুল খালেক (পাসপোর্ট নং-A08249260) জানান পূর্ব পরিচিত মোঃ পারভেজ,অথেনটিক ট্রাভেল এজেন্ট এন্ড ট্রেডার্স এ নিয়ে গেলে পরিচয় হয় স্বত্বাধিকারী শাহাদাৎ হোসেন এর সাথে।

শাহাদাৎ হোসেন জানান, ভিয়েতনামে ফার্নিচার ফ্যাক্টরিতে উচ্চ বেতনে শ্রমিক নিয়োগের ভিসা রয়েছে। তিনি আরও জানান মাত্র তিন লক্ষ টাকা খরচে যাওয়া যাবে। ভিয়েতনামে সেখানে দৈনিক ৮ ঘন্টা ডিউটি। বেতন চারশত ডলার ও ওভার টাইম নগদ। থাকা খাওয়া ফ্রী, দুই বছর পর পর ৬০ দিনের ছুটি আসা যাওয়া বিমান ভাড়া কোম্পানি বহন করবে।

উক্ত আলোচনায় আব্দুল খালেক ভিয়েতনাম যেতে আগ্রহী হয়। পরবর্তীতে ধারদেনা করে তিন লক্ষ টাকা যোগাড় করে সরল বিশ্বাসে শাহাদাৎ হোসেনের হাতে তুলে দেন। বহুল অপেক্ষা শেষে গত ১৮ সেপ্টেম্বর আব্দুল খালেক অনেক স্বপ্ন নিয়ে ভিয়েতনামের উদ্দেশ্যে যাত্রা করেন। কোনো অঘটন ছাড়া ভিয়েতনাম পৌঁছানোর পরে শুরু হয় নির্মম নাটক।

আব্দুল খালেক জানায় অথেনটিক ট্রাভেল এজেন্ট এন্ড ট্রেডার্স এ-র স্বত্বাধিকারী মোঃ শাহাদাৎ হোসেন এর নির্দেশনা মতো ভিয়েতনাম এয়ারপোর্টের বাহিরে অপেক্ষারত ব্যাক্তিদ্বয়
আব্দুল খালেক কে প্রাইভেট গাড়িতে তুলে নিয়ে প্রায় দুই ঘন্টা গাড়ি চলার পর গাড়ি থামিয়ে আব্দুল খালেক কে তুলে দেয় ভিন্ন ব্যাক্তিদ্বয়ের নিকট। তারা তাকে একটি ফ্ল্যাট বাসায় নিয়ে যায়, সেখানেই শুরু হয় অকল্পনীয় নির্যাতন। আব্দুল খালেকের নিকট পাচঁ হাজার ডলার দাবি করে উক্ত ব্যাক্তিদ্বয়। ভুক্তভোগী খালেক ডলার দিতে পারবে না জানাইলে অপরিচিত ব্যাক্তিদ্বয় বলে, বাংলাদেশে আমাদের লোক আছে তোমার বাড়ির লোক তাদের কাছে ডলার দিলে আমরা তোমাকে ইউরোপ পাঠিয়ে দেব।

ভুক্তভোগী খালেক বাংলাভাষী ব্যাক্তি কে বোঝাবার চেষ্টা করে, যে অথেনটিক ট্রাভেল এজেন্ট এন্ড ট্রেডার্স এর শাহাদাৎ হোসেন তাকে ফার্নিচার ফ্যাক্টরীতে চাকুরী দিয়ে পাঠিয়েছে। অন্য কোনো দেশে যাবে না, বাংলাভাষী ব্যাক্তি ভুক্তভোগী খালেক কে জানায়, তারা খালেক কে টাকা দিয়ে ক্রয় করিয়াছে। ডলার আনিয়া দিতে হবে, টাকা না দিলে ছাঁদ থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করা হবে।

টাকার ব্যাবস্হা দ্রুত করবার উদ্দেশ্যে প্রর্যায় ক্রমে তাকে মারধর করে। ভুক্তভোগী মোঃ খালেক জানায়, জীবন বাঁচানোর তাগিদে সঙ্গে নিয়ে যাওয়া দুইশত ডলার তাদের মধ্যে বাংলাভাষী ব্যাক্তি কে দিয়ে পা ধরে জীবন ভিক্ষা চাইলে, বাংলাভাষী ব্যাক্তির সহযোগিতায় জীবন নিয়ে দেশে ফেতর আসি।

(উল্লেখ্য যে, অথেনটিক ট্রাভেল এজেন্ট এন্ড ট্রেডার্স এ-র স্বত্বাধিকারী প্রতারক মোঃ শাহাদাৎ হোসেন, ফ্যাক্টরীতে কাজের ভিসার কথা বলিলেও /প্রতারক শাহাদাৎ সু কৌশলে মোঃ আব্দুল খালেক কে ভিজিট ভিসায় ভিয়েতনাম পাঠায়।)

অভিযোগ আছে, প্রতারক শাহাদাৎ হোসেন। স্হানীয় সহ থানা পুলিশের কিছু বিপদগামী কুচক্রীর সহায়তায় প্রকাশ্যে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
(বিস্তারিত জানতে,অনুসন্ধান চলছে)
চলবে…………….

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

SBN

SBN

অথেনটিক ট্রাভেল এজেন্ট এন্ড ট্রেডার্স এর বিরুদ্ধে মানব পাচার ও প্রতারণার অভিযোগ

আপডেট সময় ০৬:৫০:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

স্টাফ রিপোর্টার

ঢাকার যাত্রা বাড়ি থানার ৪০ নং শহিদ ফারুক সড়কের ৫ম তলায় বড়ো পরিসরে অথেনটিক ট্রাভেল এজেন্ট এন্ড ট্রেডার্স এ-র অফিস।
প্রতারণার শিকার ভুক্তভোগী কুড়িগ্রাম জেলার কফিলউদ্দিন এর ছেলে আব্দুল খালেক (পাসপোর্ট নং-A08249260) জানান পূর্ব পরিচিত মোঃ পারভেজ,অথেনটিক ট্রাভেল এজেন্ট এন্ড ট্রেডার্স এ নিয়ে গেলে পরিচয় হয় স্বত্বাধিকারী শাহাদাৎ হোসেন এর সাথে।

শাহাদাৎ হোসেন জানান, ভিয়েতনামে ফার্নিচার ফ্যাক্টরিতে উচ্চ বেতনে শ্রমিক নিয়োগের ভিসা রয়েছে। তিনি আরও জানান মাত্র তিন লক্ষ টাকা খরচে যাওয়া যাবে। ভিয়েতনামে সেখানে দৈনিক ৮ ঘন্টা ডিউটি। বেতন চারশত ডলার ও ওভার টাইম নগদ। থাকা খাওয়া ফ্রী, দুই বছর পর পর ৬০ দিনের ছুটি আসা যাওয়া বিমান ভাড়া কোম্পানি বহন করবে।

উক্ত আলোচনায় আব্দুল খালেক ভিয়েতনাম যেতে আগ্রহী হয়। পরবর্তীতে ধারদেনা করে তিন লক্ষ টাকা যোগাড় করে সরল বিশ্বাসে শাহাদাৎ হোসেনের হাতে তুলে দেন। বহুল অপেক্ষা শেষে গত ১৮ সেপ্টেম্বর আব্দুল খালেক অনেক স্বপ্ন নিয়ে ভিয়েতনামের উদ্দেশ্যে যাত্রা করেন। কোনো অঘটন ছাড়া ভিয়েতনাম পৌঁছানোর পরে শুরু হয় নির্মম নাটক।

আব্দুল খালেক জানায় অথেনটিক ট্রাভেল এজেন্ট এন্ড ট্রেডার্স এ-র স্বত্বাধিকারী মোঃ শাহাদাৎ হোসেন এর নির্দেশনা মতো ভিয়েতনাম এয়ারপোর্টের বাহিরে অপেক্ষারত ব্যাক্তিদ্বয়
আব্দুল খালেক কে প্রাইভেট গাড়িতে তুলে নিয়ে প্রায় দুই ঘন্টা গাড়ি চলার পর গাড়ি থামিয়ে আব্দুল খালেক কে তুলে দেয় ভিন্ন ব্যাক্তিদ্বয়ের নিকট। তারা তাকে একটি ফ্ল্যাট বাসায় নিয়ে যায়, সেখানেই শুরু হয় অকল্পনীয় নির্যাতন। আব্দুল খালেকের নিকট পাচঁ হাজার ডলার দাবি করে উক্ত ব্যাক্তিদ্বয়। ভুক্তভোগী খালেক ডলার দিতে পারবে না জানাইলে অপরিচিত ব্যাক্তিদ্বয় বলে, বাংলাদেশে আমাদের লোক আছে তোমার বাড়ির লোক তাদের কাছে ডলার দিলে আমরা তোমাকে ইউরোপ পাঠিয়ে দেব।

ভুক্তভোগী খালেক বাংলাভাষী ব্যাক্তি কে বোঝাবার চেষ্টা করে, যে অথেনটিক ট্রাভেল এজেন্ট এন্ড ট্রেডার্স এর শাহাদাৎ হোসেন তাকে ফার্নিচার ফ্যাক্টরীতে চাকুরী দিয়ে পাঠিয়েছে। অন্য কোনো দেশে যাবে না, বাংলাভাষী ব্যাক্তি ভুক্তভোগী খালেক কে জানায়, তারা খালেক কে টাকা দিয়ে ক্রয় করিয়াছে। ডলার আনিয়া দিতে হবে, টাকা না দিলে ছাঁদ থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করা হবে।

টাকার ব্যাবস্হা দ্রুত করবার উদ্দেশ্যে প্রর্যায় ক্রমে তাকে মারধর করে। ভুক্তভোগী মোঃ খালেক জানায়, জীবন বাঁচানোর তাগিদে সঙ্গে নিয়ে যাওয়া দুইশত ডলার তাদের মধ্যে বাংলাভাষী ব্যাক্তি কে দিয়ে পা ধরে জীবন ভিক্ষা চাইলে, বাংলাভাষী ব্যাক্তির সহযোগিতায় জীবন নিয়ে দেশে ফেতর আসি।

(উল্লেখ্য যে, অথেনটিক ট্রাভেল এজেন্ট এন্ড ট্রেডার্স এ-র স্বত্বাধিকারী প্রতারক মোঃ শাহাদাৎ হোসেন, ফ্যাক্টরীতে কাজের ভিসার কথা বলিলেও /প্রতারক শাহাদাৎ সু কৌশলে মোঃ আব্দুল খালেক কে ভিজিট ভিসায় ভিয়েতনাম পাঠায়।)

অভিযোগ আছে, প্রতারক শাহাদাৎ হোসেন। স্হানীয় সহ থানা পুলিশের কিছু বিপদগামী কুচক্রীর সহায়তায় প্রকাশ্যে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
(বিস্তারিত জানতে,অনুসন্ধান চলছে)
চলবে…………….