
এম এস আমান, চাপাইনবয়াবগঞ্জ প্রতিনিধি: রাজশাহী মেডিকেল হাসপাতালে বিনা টিকিটে ও বৈধ সর্ট স্লিপ ছাড়াই ঔষুধ দেওয়ার অভিযোগ যেনো এখন নিয়মিত বিষয় হয়ে দাড়িয়েছে।
রাজশাহী মেডিকেল হাসপাতালের আউটডোরের বর্তমান ফার্মাসিস্ট মো জাহাঙ্গীর আলম এই অনিয়মের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। রয়েছে নিজস্ব ফার্মেসী।
চলতি আগষ্ট মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বহি বিভাগ ডিসপেনসারির ফার্মাসিস্ট মোঃ জাহাঙ্গীর আলমকে বৈধ সর্ট স্লিপ ছাড়াই প্রচুর পরিমাণ ঔষধ সরবরাহ করার জন্য কৈফিয়ত নোটিস প্রদান করেছেন।
নোটিশে উল্লেখ করা হয় বৈধ সর্ট স্লিপ ছাড়াই প্রচুর পরিমাণ ঔষধ নূর মহল নামে এক মহিলাকে সরবরাহ করেন জাহাঙ্গীর। অনেক চেষ্টা করেও জাহাঙ্গীরের বক্তব্য পাওয়া যায়নি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জেনারেল এসএম শামীম আহমেদ বলেন,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগ রয়েছে বহু বছর ধরে একই কর্মস্থলে থাকায় তার অনিয়ম বেড়েই চলেছে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























