
মোঃ শাকিব রানা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
বাসর রাতেই পুলিশের হাতে গ্রেপ্তার হলেন উচাখিলা ইউনিয়নের হরিয়াখালী গ্রামের ধর্ষণ মামলার আসামি মো. আবুল কালাম। বৃহস্পতিবার রাত ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় এবং শুক্রবার ধর্ষণ মামলায় আদালতে পাঠানো হয়।
প্রতিবেশী চাচাতো বোনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, যা শারীরিক ঘনিষ্ঠতায় রূপ নেয়। পরে মেয়েটি ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা হলে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।
এদিকে গত বুধবার পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নাউরী গ্রামের এক তরুণীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন আবুল কালাম। অপরদিকে গত বৃহস্পতিবার প্রেমিকার বাবা মো. হানিফ মিয়া বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। এদিন রাত ৩টার দিকে বাসর রাতে পুলিশ আবুল কালামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।