ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার Logo বান্দরবানে ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্ট Logo দ্রব্যমূল্য সহনীয় রেখে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে- সাবেক এমপি হাফিজ ইব্রাহিম Logo চিন পিংয়ের প্রিয় উপাখ্যান’: ইতিহাসের গভীর জ্ঞানের এক উজ্জ্বল প্রকাশ Logo মালয়েশিয়া-চীন সম্পর্কের উচ্চ স্তরের প্রতিফলন : রাজা ইব্রাহিম Logo কুয়ালালামপুরে চীন-মালয়েশিয়া মানব ও সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান Logo ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার অর্থনীতির অঞ্চল বাতিল ঘোষণার প্রসঙ্গে

অপকর্ম ঢাকতে কোটি টাকার মিশনে সিলভার ফারুক

কুমিল্লার কুখ্যাত ভূমিদস্যু সিলভার ফারুকের অপকর্ম একের পর এক আমাদের হাতে এসে পৌঁছছে। জবরদখল প্রতিপক্ষকে গায়েল করতে সন্ত্রাসী বাহিনী সর্বশেষ ডাঃ জহির হত্যা!
২০১১ সালের সমবায়ী আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ধস নামে তখনি ঐ সকল প্রতিষ্ঠানের কর্ণধারদের একপ্রকার জিম্মি করে ১০ টাকার মাল ১টাকায় ধরিয়ে দিয়ে হাতিয়ে নেয় এই সিলভার ফারুক।
কোন কলেজে অধ্যাপনা না করেই নামের পাশে অধ্যাপক লাগিয়ে মহাপ্রতারণা চালাচ্ছে এই প্রতারক।
অনুসন্ধানী প্রতিবেদকের তথ্য মতে- ডাঃ জহির হত্যা মামলার আসামী সিলভার ফারুক পলাতক থাকলেও সম্প্রতি জামিন নিয়ে মোটা অংকের টাকা দিয়ে রাজনৈতিক শেল্টার নিয়ে ‘ধরাকে সরা জ্ঞান’ করতে মহা ব্যস্ত এই কিলার!
জানা যায়- কুমিল্লা টাউনহলের উল্টো পাশে সিলভার ফারুকের বহুতল ভবনের একটি কমার্সিয়াল স্পেস ইতিমধ্যে ৪০ কোটি টাকা বিক্রি করে। যা দিয়ে কুমিল্লার একটি প্রভাবশালী মহলকে ম্যানেজ করার চেষ্টায় আছেন।
দীর্ঘ ১ যুগের বেশি সময় কুমিল্লায় সর্বোচ্চ সংখ্যক আবাসিক ভবন ও কর্মাশিয়াল স্পেস বিক্রয়ের নামে প্রতারণা করছে এই ধুরন্ধর প্রতারক।
এ নিয়ে বেশ কিছু মামলা মোকদ্দমা হলেও কালো টাকার কাছে অসহায় হয়ে পড়ে ভুক্তভোগীরা। একটি ফ্ল্যাট কয়েকবার বিক্রির অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে।
গত বছর এক ফ্ল্যাট আরেক জনের কাছে বিক্রির অভিযোগে মামলা হয়েছিল ফারুক আহমদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, সিলভার মুন থেকে একটি ফ্ল্যাট ক্রয় করেন ঝাউতলার হামিদা বেগম।
ভুক্তভোগীর অভিযোগ ২৫১/৮ সিলভার মুন থেকে একটি ফ্ল্যাট ক্রয় করেন হামিদা বেগম এরপর ঐ ফ্ল্যাটে বসবাস শুরু করেন তিনি। ১বছর পর বাসার হোল্ডিং ট্যাক্স আসে অন্য ব্যক্তির নামে। বিষয়টি নগর ভবনকে জানানোর পর তিনি জানতে পারেন এই ফ্ল্যাটের মালিক অন্য একজন।
এ নিয়ে আদালতের সরণাপন্ন হন হামিদা বেগম। হামিদা বেগমের আইনজীবি জানান- নকশা বহির্ভূত ভবন তৈরি ও ফ্ল্যাটের ক্রেতার সাথে প্রতারণা মামলায় গত বছর ২১জুন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
শাপলা টাওয়ারের বাসিন্দা ফারহানা আফরিন হিমি অভিযোগ করেন- ফারুক আহমেদ একটি ফ্ল্যাট একাধিক ব্যক্তির নিকট বিক্রি করেন। যে ফ্ল্যাটের সুবিধা বেশি সেটি নিয়ে তিনি এ কাজ করেন।
জামাতের রাজনীতির সাথে যুক্ত এই প্রতারক রাতারাতি বোল পাল্টে আ’লীগার হয়ে যায়। অশোকতলায় অন্যের জায়গা দখল করে রাস্তা বানিয়ে আলিশান বাড়ি বানিয়েছে এই প্রতারক।
Cumilla youth development এর নামে সৌদিআরব, দুবাই, কুয়েতসহ বিভিন্ন দেশে বেকারত্ব নিরসনের নামে কোটি টাকা বাণিজ্য করেছে। মাদরাসা, এতিমখানার নামেও চাঁদাবাজি করতে তার বুক কাপেনি।
কুমিল্লায় একচেটিয়ে আবাসন ব্যবসার অন্তরালে সিলভার ফারুকের প্রতারণা নিয়ে বিস্তারিত আসছে…..

আপলোডকারীর তথ্য

খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান

SBN

SBN

অপকর্ম ঢাকতে কোটি টাকার মিশনে সিলভার ফারুক

আপডেট সময় ০২:১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

কুমিল্লার কুখ্যাত ভূমিদস্যু সিলভার ফারুকের অপকর্ম একের পর এক আমাদের হাতে এসে পৌঁছছে। জবরদখল প্রতিপক্ষকে গায়েল করতে সন্ত্রাসী বাহিনী সর্বশেষ ডাঃ জহির হত্যা!
২০১১ সালের সমবায়ী আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ধস নামে তখনি ঐ সকল প্রতিষ্ঠানের কর্ণধারদের একপ্রকার জিম্মি করে ১০ টাকার মাল ১টাকায় ধরিয়ে দিয়ে হাতিয়ে নেয় এই সিলভার ফারুক।
কোন কলেজে অধ্যাপনা না করেই নামের পাশে অধ্যাপক লাগিয়ে মহাপ্রতারণা চালাচ্ছে এই প্রতারক।
অনুসন্ধানী প্রতিবেদকের তথ্য মতে- ডাঃ জহির হত্যা মামলার আসামী সিলভার ফারুক পলাতক থাকলেও সম্প্রতি জামিন নিয়ে মোটা অংকের টাকা দিয়ে রাজনৈতিক শেল্টার নিয়ে ‘ধরাকে সরা জ্ঞান’ করতে মহা ব্যস্ত এই কিলার!
জানা যায়- কুমিল্লা টাউনহলের উল্টো পাশে সিলভার ফারুকের বহুতল ভবনের একটি কমার্সিয়াল স্পেস ইতিমধ্যে ৪০ কোটি টাকা বিক্রি করে। যা দিয়ে কুমিল্লার একটি প্রভাবশালী মহলকে ম্যানেজ করার চেষ্টায় আছেন।
দীর্ঘ ১ যুগের বেশি সময় কুমিল্লায় সর্বোচ্চ সংখ্যক আবাসিক ভবন ও কর্মাশিয়াল স্পেস বিক্রয়ের নামে প্রতারণা করছে এই ধুরন্ধর প্রতারক।
এ নিয়ে বেশ কিছু মামলা মোকদ্দমা হলেও কালো টাকার কাছে অসহায় হয়ে পড়ে ভুক্তভোগীরা। একটি ফ্ল্যাট কয়েকবার বিক্রির অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে।
গত বছর এক ফ্ল্যাট আরেক জনের কাছে বিক্রির অভিযোগে মামলা হয়েছিল ফারুক আহমদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, সিলভার মুন থেকে একটি ফ্ল্যাট ক্রয় করেন ঝাউতলার হামিদা বেগম।
ভুক্তভোগীর অভিযোগ ২৫১/৮ সিলভার মুন থেকে একটি ফ্ল্যাট ক্রয় করেন হামিদা বেগম এরপর ঐ ফ্ল্যাটে বসবাস শুরু করেন তিনি। ১বছর পর বাসার হোল্ডিং ট্যাক্স আসে অন্য ব্যক্তির নামে। বিষয়টি নগর ভবনকে জানানোর পর তিনি জানতে পারেন এই ফ্ল্যাটের মালিক অন্য একজন।
এ নিয়ে আদালতের সরণাপন্ন হন হামিদা বেগম। হামিদা বেগমের আইনজীবি জানান- নকশা বহির্ভূত ভবন তৈরি ও ফ্ল্যাটের ক্রেতার সাথে প্রতারণা মামলায় গত বছর ২১জুন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
শাপলা টাওয়ারের বাসিন্দা ফারহানা আফরিন হিমি অভিযোগ করেন- ফারুক আহমেদ একটি ফ্ল্যাট একাধিক ব্যক্তির নিকট বিক্রি করেন। যে ফ্ল্যাটের সুবিধা বেশি সেটি নিয়ে তিনি এ কাজ করেন।
জামাতের রাজনীতির সাথে যুক্ত এই প্রতারক রাতারাতি বোল পাল্টে আ’লীগার হয়ে যায়। অশোকতলায় অন্যের জায়গা দখল করে রাস্তা বানিয়ে আলিশান বাড়ি বানিয়েছে এই প্রতারক।
Cumilla youth development এর নামে সৌদিআরব, দুবাই, কুয়েতসহ বিভিন্ন দেশে বেকারত্ব নিরসনের নামে কোটি টাকা বাণিজ্য করেছে। মাদরাসা, এতিমখানার নামেও চাঁদাবাজি করতে তার বুক কাপেনি।
কুমিল্লায় একচেটিয়ে আবাসন ব্যবসার অন্তরালে সিলভার ফারুকের প্রতারণা নিয়ে বিস্তারিত আসছে…..