
টি.আর. দিদার, চান্দিনা (কুমিল্লা)
দীর্ঘ ৩২ বছরের চাকুরী জীবনের ইতি টানেন চান্দিনা থানায় কর্মরত সহকারী উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) মো. অহিদ উল্যাহ। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় সহকর্মীরা তাকে দিয়েছে রাজকীয় বিদায়। থানা থেকে ফুল সজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন তাকে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চান্দিনা থানায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাবেদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা।
মো. অহিদ উল্যাহ কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। তিনি ১৯৯৩ সালে পুলিশ কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে ২০০৪ সালে পদোন্নতি পেয়ে সহকারী উপ-পরিদর্শক পদ লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে চাঁদপুর, ফেনী, লক্ষীপুর জেলা সহ ঢাকা মেট্রোপলিটন পুলিশে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। চাকুরী জীবনের সায়াহ্নে এসে নিজের পার্শ্ববর্তী থানা চান্দিনা থানায় কর্মরত ছিলেন।
সহকর্মীদের এমন ভালবাসায় আবেগাপ্লুত হয়ে অহিদ উল্যাহ বলেন- বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। এই ইউনিফর্ম আমার পরিচয়, আর মানুষের সেবা ছিল আমার অঙ্গীকার। সহকর্মীদের ভালোবাসা ও সম্মান আমার জীবনের বড় প্রাপ্তি।
বিদায় অনুষ্ঠানে ওসি জাবেদুল ইসলাম বলেন- মো. অহিদ উল্যাহ একজন সৎ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা ছিলেন। তাঁর পেশাদারিত্ব এবং সদাচরণ আমাদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।