দিনাজপুরের ফুলবাড়ীতে অবৈধ্য ভাবে মাটি খনন করে রাবিশ বালু উত্তোলনের অভিযোগে ১ টি ভেকুকে ১০ হাজার টাকা ও অবৈধ্য রাবিশ বালু পরিবহনের দায়ে ৮ টি ট্রাক্টরকে ৬০ হাজার মোট ৭০ টাকা টাকা জরিমানাসহ রাবিশ বালু জব্দ করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
রবিবার (০৪ মার্চ) বেল সাড়ে ১২ টায় উপজেলার রাজারামপুর আদর্শ কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে, অবৈধ্য ভাবে মাটি খনন করে রাবিশ বালু উত্তোলন ও বহনের সময় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রম্যমান আদালতে জরিমানা প্রদানকারী ট্রাক্টরের মালিকেরা হলেন সুজাপুর গ্রামের বাসীন্দা ও মাদিলা হাট কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তফিজুর রহমান, পূর্ব গৌরীপাড়া গ্রামের খেরাজ উদ্দিনের ছেলে রাকিব, একই এলাকার মকছেদ আলীর ছেলে বাদল, দুধিপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে আহসান হাবিব, কানাহার গ্রামের আজাহার আলীর ছেলে সুমন, আমডুঙ্গি হাটের মহিদুল ইসলাম ও রাঙ্গামাটি গ্রামের উমর উদ্দিনের ছেলে আতাউর রহমান। এছাড়া ভেকু মালিক রাজারামপুর ফকির পাড়া গ্রামের জয়নাল আবেদিন।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম বলেন, সরকারী অনুমতি ছাড়ায় অবৈধ্য ভাবে মাটি খনন করে রাবিশ বালু উত্তোলন ও বহনের দায়ে এ জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ্য ভাবে বালু মাটি খনন ও উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান নিয়মিত চলছে এবং চলমান থাকবে।