
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের ডালপা মৌজার বারেশ্বর বিলে দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে উর্বর তিন ফসলি কৃষিজমি ধ্বংসের মুখে পড়ছে, সরে যাচ্ছে মাটির উপরের স্তর এবং ক্ষতির শিকার হচ্ছেন আশপাশের জমির মালিক ও স্থানীয় কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বারেশ্বর বিলে বর্তমানে দুটি ড্রেজার গর্ত সক্রিয় রয়েছে, যেগুলো প্রায় ২০০ গজ অন্তর অবস্থিত। প্রতিটি গর্ত প্রায় ৩০০ শতক জমি নিয়ে খনন করা হয়েছে। এর ফলে মোট প্রায় ৬০০ শতক জমির স্বাভাবিক গঠন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে বিলের পানি ধারণ ও নিষ্কাশন ব্যবস্থায় মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে, যার প্রভাব পড়ছে পাশের কৃষিজমিতেও।
এলাকাবাসীর অভিযোগ, ড্রেজার ব্যবসায়ী ইসমাইল হোসেন ও নাসির সরকার দীর্ঘদিন ধরে অবৈধভাবে এ বিলে ড্রেজার চালিয়ে মাটি উত্তোলন করে আসছেন। প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে দাবি স্থানীয়দের।
ক্ষতিগ্রস্ত কৃষক জুনায়দ আহম্মদ বলেন, “বাঙ্গরা বাজার থানা ও উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েও ড্রেজারের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত এসব ড্রেজার স্থায়ীভাবে বন্ধ না করা হলে আমাদের পূর্বপুরুষের জমিগুলো ড্রেজারের গর্তে বিলীন হয়ে যাবে।”
স্থানীয় কৃষকরাও আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে অবৈধ ড্রেজার চলতে থাকলে খুব শিগগিরই বাড়েশ্বর বিলে চাষাবাদ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এতে কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়বে এবং এলাকার কৃষিনির্ভর অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
ড্রেজার ব্যবসায়ী নাসির সরকার বলেন, তিনি প্রায় ১০ বছর আগে ড্রেজার চালাতেন, বর্তমানে আর ড্রেজার পরিচালনা করছেন না। ওই স্থানে তিনি একটি ফিসারিজ করার পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেন। ড্রেজার পুনরায় স্থাপনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আশপাশের জমির মালিকদের আপত্তি ও অভিযোগ থাকায় আপাতত সেখানে আর ড্রেজার বসানো হবে না।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর কোরবানপুর এলাকায় ইতোমধ্যে ২৫-৩০ বার অভিযান পরিচালনা করেছি। অভিযোগ পেলেই আমরা অভিযানে যাই। ড্রেজারগুলো বিলের মাঝখানে থাকায় অপরাধীদের পাওয়া কঠিন হয়, তাই আমরা ড্রেজার অপসারণ করি। ড্রেজারে মাটি উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করতে জমির মালিকদের নিয়মিত মামলা করার পরামর্শ দিয়ে যাচ্ছি।”
অবৈধ ড্রেজারে ধ্বংসের মুখে বারেশ্বর বিলের তিন ফসলি জমি (ভেতরের পাতায়)
Show quoted text
মুক্তির লড়াই ডেস্ক : 


























