
অষ্টম চীন আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই) চলতি বছরের ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত শাংহাইয়ে অনুষ্ঠিত হবে। মেলার মিডিয়া নিবন্ধনব্যবস্থা আজ (বুধবার) শুরু হয়েছে; চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে দেশী-বিদেশী সাংবাদিকরা নিবন্ধন করতে পারবেন।
সাংবাদিকরা www.ciie.org ওয়েবসাইটে এবং মোবাইলফোনের অ্যাপ্লিকেশনসহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। নথি সংগ্রহের সময় ও পদ্ধতি যথাসময়ে উক্ত প্ল্যাটফর্মে প্রকাশিত হবে।
সূত্র :প্রেমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।
আন্তর্জাতিক: 



























