
অসহায় লোকের মাঝেই খোদা
মোঃ আহসান কবির রিজওয়ান
মাজারে টাকা দিচ্ছ ইট-পাথরের বুকে,
পাশের এলাকার এক অসহায়-অনাহার বাহির হইছে ভিখে।
মাজারের পীরখানি ওই বোবার মত রয়,
মসজিদের ওই মহাজ্জান মানুষের হক মেরে নিজের জীবন বাঁচায়।
সে ভিক্ষা চাইছে, বলতিছো কেন নাই!
তুমি এক অন্ধ
খোদার ঘর মানুষের ভিতর হয়।
পেরেশতা নাকি মানুষ চিনলে না তুমি,
অহেতুক জায়গায় দান করিয়া লোক দেখাইয়া
হতে চাইছো দামি।
হালাল-হারাম বাছো না, পদোন্নতির টান
অপরাধী তোর একদিন হারাইবে সন্মান।