
বিশেষ প্রতিনিধি
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রয়ের সুনির্দিষ্ট অভিযোগে কুমিল্লার বরুড়া পৌরসদর বাজারে ৩ টি দোকানে ২৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, বৃহস্পতিবার বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
বরুড়া বাজারে সৌদিয়া হোটেল, সুপার স্টার ও নিউ সৌদিয়া হোটেল কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট আইনে তিনটি দোকানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত পচা বাসি মিষ্টি জনসম্মুখে নষ্ট করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে!