
মোহাম্মদ আলী সুমন
বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একইসাথে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পর এসব সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
এর আগে আজ রাত সাড়ে ৮টার কিছু পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু হয়।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে রাজধানীর শাহবাগে গণজমায়েতে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।
প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে টানা তিনদিন ধরে রাস্তায় রয়েছে এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাতভর অবস্থান এবং মিন্টো রোডের মোড়ে মঞ্চ তৈরি করে বিক্ষোভ করে ছাত্র-জনতা। পরে গতকাল শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা ‘শাহবাগ ব্লকেড’ অব্যাহত রাখার ঘোষণা দেয়। এরই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়।
উপদেষ্টা পরিষদের আজকের বৈঠক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। শাহবাগ মোড়ে চলমান গণজমায়েত কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এই দাবি তুলে ধরেন।
শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।