আজিম উল্যাহ হানিফ’র কবিতা
বাবা ডাক শুনতে ইচ্ছে হয়
-আজিম উল্যাহ হানিফ
অধির আগ্রহে বাবা ডাক শুনার অপেক্ষারত আমি-
এই দীর্ঘ জীবনের ছয়টি বসন্তই দাম্পত্য জীবন
সময়গুলো বাবা ডাক শুনার অপেক্ষায় যাচ্ছে
মনে হচ্ছে এই তো- আমার সন্তান আমাকে বাবা বলে ডাকছে!
তাকে কোলে নিয়ে তার স্পর্শ গ্রহণ করছি-আমি
বিলি কেটে দিচ্ছি তার চুলে।
কখনো কখনো কোলের মধ্যে প্রশ্রাব করে দিচ্ছে সে
কখনো কখনো আমার কোলে উঠতে সে চিৎকার চেঁচামেচি করছে
আমি তাকে পরশ পাথরের ন্যায় কোলে তুলে আদর করছি
বয়স বাড়ার সাথে সাথে স্কুলে ভর্তি করিয়ে
আনা নেয়া করছি
সকল খেলনা কিনে দিচ্ছি
সকল বায়না আবদার পূরণ করছি
একসাথে ঈদগাহে ঈদের নামাজে যাচ্ছি
তুলতুলে পায়ে সে হেটে যাচ্ছে
কখনো বা বলছে-বাবা কোলে নাও-না!
আমি সেই সন্তানের দিকে তাকিয়ে অপেক্ষা করছি
কখন আমার এই উপলব্ধিগুলো বাস্তব রুপ ধারণ করবে।
কখন আমার সন্তান আমাকে বাবা বলে ডাকবে!
কত রাত দিন পার করছি আমার ওরষে জন্ম নেয়া
সন্তানের কন্ঠে বাবা ডাক শুনার…