
তানিয়া পারভীন তামান্না
আমার বুকের গভীর থেকে যদি কলিজাটাকে-
ছিঁড়ে আনতে পারো,
তবে দেখবে তোমার নাম উচ্চারিত হচ্ছে সেখানে।
যদি হৃদপিণ্ডটাকে টেনে হিঁচড়ে বের করে আনতে পারো,
তবে দেখবে তোমার নাম প্রতিধ্বনিত হচ্ছে সেখানেও।
যদি চোখ দুটো উপরে ফেলতে পারো
তবে তোমার ছায়া দেখতে পাবে সেখানে।
যদি অধর কে রক্তক্ষয়ী প্রতিহিংসায় পরিনত করতে পারো
তবে দেখবে,তোমার জন্য ভালোবাসার সমুজ্জ্বল পাহাড় সেখানেও।
যদি রক্তাক্ত করতে পারো অহংকারের গৈরিক পর্বত,
তবে তোমার অন্তর পোড়ার গন্ধ অনুভব করতে পারবে সেখানেও।
যদি আমাকে দ্বি-খণ্ডিত করতে পারো-
তবে আমার রক্তস্রোতে ভেসে যাবে তোমার পৃথিবীর সমস্ত অনু-পরমাণু-
আর রক্তের লাল বর্ণমালায় তোমার নাম ভরে উঠবে আমার কাফন!
যদি আমার অর্ধগলিত লাশ টাকে কবরে শুইয়ে দিতে পারো-
তবে তোমাতে আমার কবর সয়লাব হয়ে যাবে ;
আর কবরের অন্ধকারের অলৌকিকতায় উচ্চারিত হতে থাকবে
তুমি আমার,,,,শুধু-ই আমার।।