
রায়হান আলী, নওগাঁ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার বিকেলে তিনি রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার মোঃ রকিবুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়সার-মোহাম্মদ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাকির হোসেন, মোখলেছুর রহমান বাবু, সাবেক সভাপতি আল-ফারুক জেমস, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু, যুব বিষয়ক আহ্বায়ক মুজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক আহ্বায়ক উজ্জ্বল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা। এদিকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ মো. রেজাউল ইসলাম। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি ধানের শীষের বিজয় নিশ্চিত করে নওগাঁ-৬ আসন পুনরুদ্ধারের আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে নির্বাচন কমিশনের দেওয়া তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। পরবর্তী সময়ে আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহারসহ ধারাবাহিকভাবে নির্বাচনী অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আত্রাই–রাণীনগর এলাকায় ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা, বাড়ছে রাজনৈতিক তৎপরতা।
মুক্তির লড়াই ডেস্ক : 
























