ঢাকা ১২:১২ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা Logo মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জন জেলে উদ্ধার Logo শাহরাস্তিতে ২ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক Logo লালমনিরহাটে বৈষম্যমুলক নিয়োগ প্রক্রিয়া ও নিয়োগ পরিক্ষা বাতিল চেয়ে মানববন্ধন Logo বুড়িচংয়ে পরকীয়া প্রেমের জেরে প্রবাসীর কবজি কেটে দিল প্রেমিক ও তার ভাই Logo সুনামগঞ্জে গানে গানে বাউল কামালের ১২৪ তম জন্মবার্ষিকী পালিত Logo মুরাদনগরে বিএনপি’র দোয়া মাহফিল থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি Logo বরুড়ায় ৭ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস পালিত Logo বেগমগঞ্জে কবর থেকে বস্তাবন্দি একনলা বন্দুক-পাইপগান উদ্ধার

আন্তর্জাতিক সন্মাননা পেলেন ড. নয়ন বাংগালী

স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক সংস্থা যার সদর দপ্তর আফ্রিকা যেখানে বিশ্ব মানবাধিকার সংস্থা গূলো মিলিত হয়েছে এক কাতারে। গত ২৬ ডিসেম্বর জাকজমক পূর্ন ভাবে উদযাপন করে বিশ্ব শান্তি ও রাজনীতির নূতন ধারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমব্যস্যাডর বুহারী ঈষা এবং সভাপতিত্ব করেন ইসরাইল থেকে ড .আলেক্সস্যনডার। উপস্থিত ছিলেন নাইজেরিয়ার সংসদ সদস্য সহ মান্যবর নেতৃবৃন্দ। তারা সম্মিলিত ভাবে আমেরিকায় বসবাসরত নির্বাসিত সমাজ কর্ম গবেষক গোলাম রাববানী নয়ন বাংগালীর যার নতুন রাজনৈতিক ধারনা সমাজকর্ম ভিত্তিক রাজনীতির ভূয়সী প্রশংসা করেন সেই সাথে সর্বোচ্চ সন্মান সূচক শান্তি প্রতিষ্ঠার দূত আখ্যায়িত করে Leader of the year ঘোষনা করেন।
তার পক্ষ থেকে পদক গ্রহন করেন।

এসময় ড. নয়ন বাঙালির জীবনী তুলে ধরেন নাইজেরিয়ার মোশন পিকচার প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের সদস্য নাইজেরিয়ান হাউসা ফিল্ম ডিরেক্টর ক্যানিউড।

ড. নয়ন বাংগালীর পক্ষে পদক গ্রহন করেন রয়্যাল হাউসের রাজকীয় ব্যক্তি মাজিদাদি। যা নাইজেরিয়া রাজতান্ত্রিক ব্যবস্থায় রাজকীয় উপাধি।

শুধু তাই না তারা আফ্রিকা মহাদেশের নাইজেরিয়া, দক্ষিন আফ্রিকা সহ বিভিন্ন দেশে রাজনীতির সংষ্কার নিয়ে নয়ন বাংগালির সামাজিক রাজনীতির ধারনা ছডিয়ে দিতে চান যেখানে মানুষ রাজনীতি করবে শুধু দ্বন্ধ কলহের জন্য না। সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য। বক্তারা আরো বলেন যে, নেতারা জানেই না যে তাদের দলের রাজনীতি ক্ষমতায় শুধু যাওয়ার জন্য না, ক্ষমতায় না গিয়েও এই সমাজ কর্ম ভিত্তিক রাজনীতি দিবে অনেক কল্যানকর কর্মসূচী ও সৃষ্টি করবে পেশাদারিত্ব মূলক রাজনীতি।
অনুষ্ঠানে নয়ন বাংগালির জীবনী নিয়ে আলোচনা করেন এবং এক ধর্মীয় নেতা বলেন – নয়ন বাংগালী জীবনের ৩০ বছর দিয়েছেন সমাজ কর্মে। সে একজন নির্যাতিত নীপিড়িত মানুষ কিন্তু থেমে না থেকে এখনো বেঁচে আছেন নির্বাসিত জীবন নিয়ে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ

SBN

SBN

আন্তর্জাতিক সন্মাননা পেলেন ড. নয়ন বাংগালী

আপডেট সময় ০২:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক সংস্থা যার সদর দপ্তর আফ্রিকা যেখানে বিশ্ব মানবাধিকার সংস্থা গূলো মিলিত হয়েছে এক কাতারে। গত ২৬ ডিসেম্বর জাকজমক পূর্ন ভাবে উদযাপন করে বিশ্ব শান্তি ও রাজনীতির নূতন ধারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমব্যস্যাডর বুহারী ঈষা এবং সভাপতিত্ব করেন ইসরাইল থেকে ড .আলেক্সস্যনডার। উপস্থিত ছিলেন নাইজেরিয়ার সংসদ সদস্য সহ মান্যবর নেতৃবৃন্দ। তারা সম্মিলিত ভাবে আমেরিকায় বসবাসরত নির্বাসিত সমাজ কর্ম গবেষক গোলাম রাববানী নয়ন বাংগালীর যার নতুন রাজনৈতিক ধারনা সমাজকর্ম ভিত্তিক রাজনীতির ভূয়সী প্রশংসা করেন সেই সাথে সর্বোচ্চ সন্মান সূচক শান্তি প্রতিষ্ঠার দূত আখ্যায়িত করে Leader of the year ঘোষনা করেন।
তার পক্ষ থেকে পদক গ্রহন করেন।

এসময় ড. নয়ন বাঙালির জীবনী তুলে ধরেন নাইজেরিয়ার মোশন পিকচার প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের সদস্য নাইজেরিয়ান হাউসা ফিল্ম ডিরেক্টর ক্যানিউড।

ড. নয়ন বাংগালীর পক্ষে পদক গ্রহন করেন রয়্যাল হাউসের রাজকীয় ব্যক্তি মাজিদাদি। যা নাইজেরিয়া রাজতান্ত্রিক ব্যবস্থায় রাজকীয় উপাধি।

শুধু তাই না তারা আফ্রিকা মহাদেশের নাইজেরিয়া, দক্ষিন আফ্রিকা সহ বিভিন্ন দেশে রাজনীতির সংষ্কার নিয়ে নয়ন বাংগালির সামাজিক রাজনীতির ধারনা ছডিয়ে দিতে চান যেখানে মানুষ রাজনীতি করবে শুধু দ্বন্ধ কলহের জন্য না। সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য। বক্তারা আরো বলেন যে, নেতারা জানেই না যে তাদের দলের রাজনীতি ক্ষমতায় শুধু যাওয়ার জন্য না, ক্ষমতায় না গিয়েও এই সমাজ কর্ম ভিত্তিক রাজনীতি দিবে অনেক কল্যানকর কর্মসূচী ও সৃষ্টি করবে পেশাদারিত্ব মূলক রাজনীতি।
অনুষ্ঠানে নয়ন বাংগালির জীবনী নিয়ে আলোচনা করেন এবং এক ধর্মীয় নেতা বলেন – নয়ন বাংগালী জীবনের ৩০ বছর দিয়েছেন সমাজ কর্মে। সে একজন নির্যাতিত নীপিড়িত মানুষ কিন্তু থেমে না থেকে এখনো বেঁচে আছেন নির্বাসিত জীবন নিয়ে।