বরগুনার আমতলীতে উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম এর এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বক্তব্য উপস্থিত ছিলেন, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম সরোয়ার ফোরকান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ, আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে,এম মিজানুর রহমান,সদর উপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান, আঠারগাছিয়া ইউপি মোঃ রফিকুল ইসলাম রিপন, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডভেকেট এইচ, এম মনিরুল ইসলাম মনি, আমতলী পৌর সভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান, এম, ইউ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে, এম শাহ আলম কবির, এম,ইউ বালক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হক কাওসার সহ আরও উপস্থিত ছিলেন আমতলী উপজেলা প্রশাসনের সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাগন।
সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে সকলে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।