বরগুনার আমতলীতে প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতা ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল আমতলী এর বাস্তবায়নে প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল এগারোটায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর তত্ত্বাবধানে সরকারি আমতলী এ,কে হাই স্কুল মাঠে অনুষ্ঠিত প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, চাওড়া ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাদল খান,আমতলী পৌর সভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও প্রকল্পের আওতাধীন বিভিন্ন ফার্মের মালিকগণ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।