সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে আমতলী-ঢাকা-কুয়াকাটা মহা সড়কের দুই পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্হাপনা উচ্ছেদ করা হয়েছে।
আমতলী পৌর শহরের বটতলা থেকে ৭নং নং নতুন বাস স্টান্ড পর্যন্ত গড়ে তোলা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
আমতলী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিক হাসান ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান এর নেতৃত্বে আজ শনিবার (১৮মে) সকাল ৯.৩০ থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা চালানো হয়।
জানা গেছে,দীর্ঘদিন থেকে সড়ক ও জনপদ বিভাগের আমতলী- ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পৌর শহরস্থ বটতলা থেকে ৭নং নতুন বাস স্টান্ড পর্যন্ত জায়গা অবৈধভাবে দখল করে শত শত ব্যসায়ীরা ফুট পাত দখল করে স্হায়ী ঘর তুলে ব্যবসা পরিচালনা করে আসছিল।এ সকল অবৈধ স্থাপনা সড়ানোর জন্য
সড়ক ও জনপদ বিভাগ,আমতলী উপজেলা প্রশাসন ও আমতলী পৌরসভা একাধিকবার নির্দেশ দিলেও তা কার্যকর না করায় আজ এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
যারা এখনো অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি তাদেরকে আগামী ২-৩ দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিক হাসান বলেন, মহাসড়ক আইন ২০২১ অনুযায়ী সড়কের পাশে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলদারদের বিরুদ্ধে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন,মহাসড়কের পাশে অবৈধভাবে জায়গা দখল করে ব্যবসা বানিজ্য করায় যানজট সহ জনসাধারণের চলাচলে ভোগান্তি হচ্ছে।দখলদারদের একাধিকবার অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা সরিয়ে না নেওয়ায় আজ এ অভিযান পরিচালনা করা হয়।