সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা)
ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় বরগুনার আমতলী উপজেলায় ১১১টি সাইক্লোন সেল্টার প্রস্তত সহ সর্বাত্মক সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আজ শনিবার ২৫ মে বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ প্রস্ততি কমিটির জরুরি সভায় নদী তীরবর্তী মানুষকে নিরাপদ আশ্রয়ের জন্য সাইক্লোন সেল্টারে নিয়ে আসা সহ সার্বিক বিষয়ে প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় উপজেলা আমতলীতে বিকাল থেকেই বৈরী আবহাওয়া বিরাজ করছে।মৃদু বাতাসের সাথে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।বাহিরে মানুষের তেমন কোন আনাগোনা নেই।নেরেমাল এ উপকূলীয় এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ২ হাজার ৮৮০ জন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ও বিভিন্ন বেসরকারি সংগঠনের স্বেচ্ছাসেবকরা মাঠ পর্যায়ে ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার কাজ শুরু করেছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।