ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত Logo পাকুন্দিয়ায় গৃহবধূকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক Logo শোক থেকে শক্তির অভ্যুদ্বয়: সার্বভৌমত্ব ও মুক্তির চূড়ান্ত লড়াই Logo ঘোড়া বর্ষের প্রতিপাদ্যে চীন-আরব সাংস্কৃতিক সেতুবন্ধন Logo একচীন নীতিতে পুনরায় সমর্থন জানাল তিন আরব দেশ Logo ম্যাকাও প্রধান নির্বাহীর কার্যপ্রতিবেদন শুনলেন প্রেসিডেন্ট সি Logo দাম ও মানের সমন্বয়ে মধ্যপ্রাচ্যে এগিয়ে চীনা অটোমোবাইল Logo টানা নবম বছর গ্যাস উৎপাদনে চীনের মাইলফলক Logo শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজা Logo বরুড়ায় মরহুম হাজী নোয়াব আলী স্মৃতি স্মরনে ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আমতলীতে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ

দক্ষিণ এলাকার জনগণের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হলো নৌপথ।বরগুনার আমতলী-ঢাকা নৌ-পথে চলাচলকারী লঞ্চ বন্ধ থাকায় যাত্রী সাধারন ভোগান্তিতে পড়েছে। এ পথে গত ২২ শে মার্চ থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

আমতলী-ঢাকা নৌপথ দিয়ে বরগুনা জেলার অধিকাংশ যাত্রী সাধারন ও পটুয়াখালী সদর উপজেলা ও মৃজাগন্জ উপজেলা অধিকাংশ যাত্রী যাতায়াত করে থাকে।নৌ পথ বন্ধ থাকায় নৌ পথ ব্যবহারকারী এ বিশাল জনগোষ্ঠী ভোগান্তী পোহাতে হচ্ছে।

আজ ৩১শে মার্চ আমতলী লঞ্চ টার্মিনালে দুপুর তিনটার সময়ে দেখা অনেক যাত্রী লঞ্চে ওঠার জন্য আসলেও কোন লঞ্চ না থাকায় তারা অন্য যানবাহনের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করছে।

হার্ড এর রোগী আব্দুল সাত্তার ঢাকা যাওয়ার জন্য লঞ্চঘাটে আসলে লঞ্চ না দেখে সেখানে বসে থাকেন।তাকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনি এখানে বসে আছেন কেন?
‘সে উত্তর দেয়, মুই গরিব মানুষ ঢাকা যামু হাটের চিকিৎসা করাইতে, মুই বাসে উঠতে পারিনা বাসের যে কষ্ট এর লইগা আই সালাম লঞ্চের ঢাকা যামু মুই এখন কেমনে ঢাকা যামু হেই চিন্তা করতে করতে এই হানে বইয়া রইছি’
অন্য আরেকজন যাত্রী মোঃ আলীর সাথে কথা বললে সে জানায় তার মাকে নিয়ে সে ঢাকায় যাবে কিন্তু এখন আর তার যাওয়া হলো না এখন বাড়ি ফিরে যাচ্ছে।
আমতলী ঘাট কর্তৃপক্ষ সাথে যোগাযোগ করা হলে কেউকে আমরা খুঁজে পাওয়া যায়নি।
ঢাকায় লঞ্চ মালিক সমিতির সাথে যোগাযোগ করা হলে তারা জানান তাদের লোকসান দিন দিন বাড়ছে।এত পরিমাণ লোকসান হচ্ছে যে তাদের লঞ্চ চালাতে কষ্ট হয়।তবে খুব শীঘ্রই ঢাকা-আমতলী লঞ্চ চলাচল আবারও চালু হবে বলে আশ্বাস দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

SBN

SBN

আমতলীতে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ

আপডেট সময় ০৯:৪৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

দক্ষিণ এলাকার জনগণের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হলো নৌপথ।বরগুনার আমতলী-ঢাকা নৌ-পথে চলাচলকারী লঞ্চ বন্ধ থাকায় যাত্রী সাধারন ভোগান্তিতে পড়েছে। এ পথে গত ২২ শে মার্চ থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

আমতলী-ঢাকা নৌপথ দিয়ে বরগুনা জেলার অধিকাংশ যাত্রী সাধারন ও পটুয়াখালী সদর উপজেলা ও মৃজাগন্জ উপজেলা অধিকাংশ যাত্রী যাতায়াত করে থাকে।নৌ পথ বন্ধ থাকায় নৌ পথ ব্যবহারকারী এ বিশাল জনগোষ্ঠী ভোগান্তী পোহাতে হচ্ছে।

আজ ৩১শে মার্চ আমতলী লঞ্চ টার্মিনালে দুপুর তিনটার সময়ে দেখা অনেক যাত্রী লঞ্চে ওঠার জন্য আসলেও কোন লঞ্চ না থাকায় তারা অন্য যানবাহনের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করছে।

হার্ড এর রোগী আব্দুল সাত্তার ঢাকা যাওয়ার জন্য লঞ্চঘাটে আসলে লঞ্চ না দেখে সেখানে বসে থাকেন।তাকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনি এখানে বসে আছেন কেন?
‘সে উত্তর দেয়, মুই গরিব মানুষ ঢাকা যামু হাটের চিকিৎসা করাইতে, মুই বাসে উঠতে পারিনা বাসের যে কষ্ট এর লইগা আই সালাম লঞ্চের ঢাকা যামু মুই এখন কেমনে ঢাকা যামু হেই চিন্তা করতে করতে এই হানে বইয়া রইছি’
অন্য আরেকজন যাত্রী মোঃ আলীর সাথে কথা বললে সে জানায় তার মাকে নিয়ে সে ঢাকায় যাবে কিন্তু এখন আর তার যাওয়া হলো না এখন বাড়ি ফিরে যাচ্ছে।
আমতলী ঘাট কর্তৃপক্ষ সাথে যোগাযোগ করা হলে কেউকে আমরা খুঁজে পাওয়া যায়নি।
ঢাকায় লঞ্চ মালিক সমিতির সাথে যোগাযোগ করা হলে তারা জানান তাদের লোকসান দিন দিন বাড়ছে।এত পরিমাণ লোকসান হচ্ছে যে তাদের লঞ্চ চালাতে কষ্ট হয়।তবে খুব শীঘ্রই ঢাকা-আমতলী লঞ্চ চলাচল আবারও চালু হবে বলে আশ্বাস দেন।