বরগুনার আমতলী পৌর শহরের গুরুত্বপূর্ণ চৌরাস্তা এলাকা সহ বড় কাঁচা বাজার এলাকায় মোবাইল কোর্ট এর মাধ্যমে অবৈধ দখল মুক্ত করা হয়েছে।
আজ শনিবার দুপুরে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট পৌর শহরের নতুন বাজার, চৌরাস্তার মোড় এলাকায় সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ দখলদার মুক্ত করতে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আমতলির পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,চাউড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান বাদল,হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম মৃধাসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম অবৈধ দখলদারদের আগামীকাল রবিবারের মধ্যে সকল স্থাপনা এবং মালামাল সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন।