ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের শান্তি ও সম্প্রীতির সাধারণ স্বপ্নকে সমুন্নত রাখতে হবে :প্রেসিডেন্ট সি

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৮:৪৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং তার স্ত্রী পেং লি ইউয়ান ৭ ফেব্রুয়ারি হেইলোংচিয়াং প্রদেশের হারবিনের সান আইল্যান্ড হোটেলে হারবিনে নবম এশীয় শীতকালীন গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চীনে আসা বিদেশি নেতাদের স্বাগত জানাতে এক ভোজসভার আয়োজন করেন।

অতিথিদের মধ্যে ছিলেন, ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ এবং তার স্ত্রী সাদির জাপারোভা, পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি, থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন, দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদের স্পিকার উ ওন-সিক এবং তার স্ত্রী শিন কিউং-হাই, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখ এবং অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রথম সহ-সভাপতি টিমোথি ফোক প্রমুখ।

নবম এশীয় শীতকালীন গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চীনে আসা আন্তর্জাতিক অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে চীনা সরকার ও জনগণের পক্ষ থেকে সি চিন পিং একটি ভাষণ দেন।
ভাষণে তিনি বলেন, নবম এশিয়ান শীতকালীন গেমসের মশাল আজ রাতে প্রজ্জ্বলিত হবে। বেইজিং শীতকালীন অলিম্পিক থেকে শুরু করে হারবিন এশিয়ান শীতকালীন গেমস পর্যন্ত, চীনের ‘বরফ এবং তুষার জ্বর’ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে, যা বিশ্বের বরফ এবং তুষার ক্রীড়াগুলোতে প্রাণশক্তি সঞ্চার করেছে। এবারের এশিয়ান শীতকালীন গেমসে অংশগ্রহণকারী দেশ ও অঞ্চলের সংখ্যা এবং ক্রীড়াবিদদের সংখ্যা এশিয়ান শীতকালীন গেমসের ইতিহাসে সর্বোচ্চ। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এবং বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রতিনিধিদের যৌথ প্রচেষ্টায়, হারবিন বিশ্বের কাছে ‘চীনা বৈশিষ্ট্য, এশিয়ান স্টাইল এবং চমৎকার পারফরম্যান্স’সহ একটি ক্রীড়া ইভেন্ট উপস্থাপন করবে এবং বরফ ও তুষারপাতের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় লিখবে বলে আশা করা হচ্ছে।

সি চিন পিং জোর দিয়ে বলেন যে, ‘বরফ ও তুষার স্বপ্ন, এশিয়ার ঐক্যবদ্ধ হৃদয়’ প্রতিপাদ্য নিয়ে এই এশিয়ান শীতকালীন গেমস শান্তি, উন্নয়ন এবং বন্ধুত্বের জন্য এশিয়ান জনগণের সাধারণ আকাঙ্ক্ষা এবং সাধনা বহন করে। আমাদের শান্তি ও সম্প্রীতির সাধারণ স্বপ্নকে সমুন্নত রাখতে এবং একটি সমান ও সুশৃঙ্খল বহুমেরু বিশ্ব গঠনে এশিয়ার শক্তিতে অবদান রাখতে হবে। আমাদের অবশ্যই সমৃদ্ধি ও উন্নয়নের অভিন্ন সাধনাকে সমুন্নত রাখতে এবং অর্থনৈতিক বিশ্বায়নে অক্ষয় প্রেরণা সঞ্চার করতে হবে, যা সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং কল্যাণকর। আমাদের অবশ্যই ঐক্য ও বন্ধুত্বের জন্য সাধারণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে এবং মানব সভ্যতার উন্নয়ন ও অগ্রগতিতে আরও বেশি অবদান রাখতে হবে।

সি চিন পিং বলেন, হারবিন হল চীনের আধুনিক বরফ ও তুষার ক্রীড়ার জন্মস্থান। ‘বরফ এবং তুষারও সোনা এবং রূপার পাহাড়। বরফ ও তুষার সংস্কৃতি এবং বরফ ও তুষার অর্থনীতি হারবিনের উচ্চমানের উন্নয়নের নতুন চালিকা শক্তি এবং বহির্বিশ্বের সাথে যোগাযোগের একটি নতুন সংযোগ হয়ে উঠছে। এই উষ্ণ, উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক ভূমিতে ভ্রমণ করতে, চীনা আধুনিকীকরণের পদচিহ্নগুলো সনাক্ত করতে এবং বরফ ও তুষারের সুন্দর ও অবিস্মরণীয় স্মৃতি রেখে যেতে সকলকে স্বাগত জানাই। ক্রীড়াবিদরা সাপের মতো চটপটে থাকবেন এবং সর্প-নববর্ষে দুর্দান্ত ফলাফল অর্জন করবেন বলে এই শুভ কামনা করি।
সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আমাদের শান্তি ও সম্প্রীতির সাধারণ স্বপ্নকে সমুন্নত রাখতে হবে :প্রেসিডেন্ট সি

আপডেট সময় ০৮:৪৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং তার স্ত্রী পেং লি ইউয়ান ৭ ফেব্রুয়ারি হেইলোংচিয়াং প্রদেশের হারবিনের সান আইল্যান্ড হোটেলে হারবিনে নবম এশীয় শীতকালীন গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চীনে আসা বিদেশি নেতাদের স্বাগত জানাতে এক ভোজসভার আয়োজন করেন।

অতিথিদের মধ্যে ছিলেন, ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ এবং তার স্ত্রী সাদির জাপারোভা, পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি, থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন, দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদের স্পিকার উ ওন-সিক এবং তার স্ত্রী শিন কিউং-হাই, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখ এবং অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রথম সহ-সভাপতি টিমোথি ফোক প্রমুখ।

নবম এশীয় শীতকালীন গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চীনে আসা আন্তর্জাতিক অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে চীনা সরকার ও জনগণের পক্ষ থেকে সি চিন পিং একটি ভাষণ দেন।
ভাষণে তিনি বলেন, নবম এশিয়ান শীতকালীন গেমসের মশাল আজ রাতে প্রজ্জ্বলিত হবে। বেইজিং শীতকালীন অলিম্পিক থেকে শুরু করে হারবিন এশিয়ান শীতকালীন গেমস পর্যন্ত, চীনের ‘বরফ এবং তুষার জ্বর’ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে, যা বিশ্বের বরফ এবং তুষার ক্রীড়াগুলোতে প্রাণশক্তি সঞ্চার করেছে। এবারের এশিয়ান শীতকালীন গেমসে অংশগ্রহণকারী দেশ ও অঞ্চলের সংখ্যা এবং ক্রীড়াবিদদের সংখ্যা এশিয়ান শীতকালীন গেমসের ইতিহাসে সর্বোচ্চ। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এবং বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রতিনিধিদের যৌথ প্রচেষ্টায়, হারবিন বিশ্বের কাছে ‘চীনা বৈশিষ্ট্য, এশিয়ান স্টাইল এবং চমৎকার পারফরম্যান্স’সহ একটি ক্রীড়া ইভেন্ট উপস্থাপন করবে এবং বরফ ও তুষারপাতের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় লিখবে বলে আশা করা হচ্ছে।

সি চিন পিং জোর দিয়ে বলেন যে, ‘বরফ ও তুষার স্বপ্ন, এশিয়ার ঐক্যবদ্ধ হৃদয়’ প্রতিপাদ্য নিয়ে এই এশিয়ান শীতকালীন গেমস শান্তি, উন্নয়ন এবং বন্ধুত্বের জন্য এশিয়ান জনগণের সাধারণ আকাঙ্ক্ষা এবং সাধনা বহন করে। আমাদের শান্তি ও সম্প্রীতির সাধারণ স্বপ্নকে সমুন্নত রাখতে এবং একটি সমান ও সুশৃঙ্খল বহুমেরু বিশ্ব গঠনে এশিয়ার শক্তিতে অবদান রাখতে হবে। আমাদের অবশ্যই সমৃদ্ধি ও উন্নয়নের অভিন্ন সাধনাকে সমুন্নত রাখতে এবং অর্থনৈতিক বিশ্বায়নে অক্ষয় প্রেরণা সঞ্চার করতে হবে, যা সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং কল্যাণকর। আমাদের অবশ্যই ঐক্য ও বন্ধুত্বের জন্য সাধারণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে এবং মানব সভ্যতার উন্নয়ন ও অগ্রগতিতে আরও বেশি অবদান রাখতে হবে।

সি চিন পিং বলেন, হারবিন হল চীনের আধুনিক বরফ ও তুষার ক্রীড়ার জন্মস্থান। ‘বরফ এবং তুষারও সোনা এবং রূপার পাহাড়। বরফ ও তুষার সংস্কৃতি এবং বরফ ও তুষার অর্থনীতি হারবিনের উচ্চমানের উন্নয়নের নতুন চালিকা শক্তি এবং বহির্বিশ্বের সাথে যোগাযোগের একটি নতুন সংযোগ হয়ে উঠছে। এই উষ্ণ, উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক ভূমিতে ভ্রমণ করতে, চীনা আধুনিকীকরণের পদচিহ্নগুলো সনাক্ত করতে এবং বরফ ও তুষারের সুন্দর ও অবিস্মরণীয় স্মৃতি রেখে যেতে সকলকে স্বাগত জানাই। ক্রীড়াবিদরা সাপের মতো চটপটে থাকবেন এবং সর্প-নববর্ষে দুর্দান্ত ফলাফল অর্জন করবেন বলে এই শুভ কামনা করি।
সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।