আমার কুট্টুস পাখি
শাহনাজ পারুল
মায়া বড্ড ভয়ানক আর পারিনা
তোমাকে ছাড়া থাকতে
ও আমার কুট্টুস পাখি
তোমার আত্মার সাথে আমার
আত্মা সেলাই করে আমি যে
নতুন করে বাঁচতে শিখেছি
জীবনে আর কোন প্রত্যাশা নেই
তোমার নেশায় ডুবে থাকি সবসময়
ও আমার কুট্টুস পাখি
তোমার মায়া এতই ভয়ংকর যে
অনেক দিন না দেখলে তোমাকে
আমার শিরা উপ শিরায় রক্ত
চলাচল বন্ধ হয়ে
বুকের মধ্যে হৃদপিণ্ড ধুপ ধাপ
করে বেজে ওঠে
আমার কুট্টুস আজ কতটা মাস
তুমি আমার কাছ থেকে দূরে
তাই মানসিক শান্তি পাই না
নিজেকে পৃথিবীর সবচেয়ে
দরিদ্র মানুষ মনে হয়
কি করবো.. বলো?
তোমাকে ভালোবেসে আরেক জন
তোমার (দাদী আম্মা) না দেখলে
তোমায় পাগল হয়ে যায় !!
তার জন্যই তো আমার ভালবাসা
বিসর্জন দিয়ে যাই
ভালো থাকো আমার কুট্টুস পাখি
তোমার ভালোবাসার মানুষকে নিয়ে
তোমাদের জন্য রইল আমার পক্ষ থেকে
পহেলা বৈশাখের শুভেচ্ছা।