
আমার কোন দুঃখ নেই
রাশেদ সরদার
আমার কোন দুঃখ নেই,
দুঃখ আবার কি?
দুঃখ করাটা সবার মানায় না।
বিষাদ গুলো কে বিসর্জন দিয়েছি গঙ্গা জলে।
চিত্তে জমে থাকা দুঃখ মাটি চাপা দিয়েছি।
আমার দুঃখ থাকবে কেন?
যখন একে একে সবাই ছেড়ে যাচ্ছে,
কারো ভালো লাগা ভালোবাসার মতো,
কাজ তো আমি করতে পারি নাই
পারি নাই কারো মনে জায়গা করে নিতে
হতে পারি নাই কারো ভালোবাসার মানুষ,
সেই জন্য দুঃখ করাটা আমার মানায় না।
যখন বুঝেছি আমার কপালে সুখ নাই,
কারণ, সুখ তো সবার জীবনে আসে না,
তেমনি তার মধ্যে আমি একজন।
দুঃখ আবার কী?
বেকারত্ব জীবনে দুঃখ থাকাটা মানায় না,
বেকার জীবন নিঃস্ব এক জীবন,
তাই আজ আমার কোন দুঃখ নেই।