
মুক্তির লড়াই রিপোর্ট
আমেরিকার স্থানীয় সময় শুক্রবার (১৯ জানুয়ারি ২০২৪) ইসলামিক সেন্টার অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার মসজিদে মরহুম কৌশিকের দুইটি জানাজা নামাজে সম্পন্ন হয়েছে। একটি জুম্মা নামাজের পর এবং অপরটি বিকেল ৪টায় কমিউনিটির মানুষ মিলিত হয়ে জানাজা সম্পন্ন করে।
জানা গেছে, কৌশিকের মরদেহ বাংলাদেশে পৌঁছাতে আগামী বৃহস্পতিবার লাগতে পারে। মেডিকেল রিপোর্ট সহ যাবতীয় কাগজ পত্র রেডি করতে সময় লাগছে।
দেশে পাঠানোর পূর্বে লাশ ইসলামিক সেন্টারের মৌচারিতে থাকবে। কতৃপক্ষ লাশের মুখ দেখাতে নিষেধ করায় কাউকে মুখ দেখানে হয়নি।
কৌশিক কুমিল্লা জেলার বরুড়া উপজেলার পোম্বাইশ গ্রামের (বড় বাড়ির) মোঃ মোকতার হোসেনের একমাত্র ছেলে।