
শাহীন সিকদার
আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ভান্ডারিয়া শাখার সৌজন্যে দরিদ্র শীতার্তদের মাঝে প্রায় চার শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুদ দাইয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারীয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভান্ডারীয়া পৌরসভার প্রশাসক রেহানা আক্তার।
শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুদ দাইয়ান বলেন, ১৯৯৫ সাল থেকে আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ব্যাংকিং কার্যক্রম শুরু করে ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে ও ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতার অংশ হিসাবে দরিদ্রদের মাঝে আজকের এই কম্বল বিতরণ প্রোগ্রাম।
পরিশেষে উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা এবং ব্যাংকের সার্বিক উন্নয়নের জন্য সকলের কাছে দোয়াও সহোযোগিত কামনা করে সভাপতি বক্তব্য শেষ করেন।
মুক্তির লড়াই ডেস্ক : 


























