ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মঙ্গলে ছিল পানি, ছিল পরিবেশও-তবুও প্রাণ টেকেনি! Logo কাজানে সি মোদির বৈঠক চীন-ভারত সম্পর্কের উন্নয়নের দিকনির্দেশনা দেয়: ওয়াং ই Logo বরুড়ায় চাঁদা না দেওয়ায় নারীকে ধর্ষণ চেষ্টায় বিএনপির কর্মী গ্রেপ্তার Logo মোংলা-খুলনা মহাসড়কটি যেন মরণ ফাঁদ Logo টেজাব এর নতুন চেয়ারম্যান হাসনাইন সাজ্জাদী মহাসচিব অশোক ধর Logo শাহরাস্তির সাংবাদিক আমরুজ্জামান সবুজের ইন্তেকাল Logo কুমিল্লা শিক্ষা বোর্ডে দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পাওয়া চান্দিনার মেজবাহ রাকিনকে অভিনন্দন Logo লাকসামে বিএনপি’র কর্নেল আজিমের মেয়ে দোলার শোডাউন Logo সুনামগঞ্জে ‘দ্য হাউজ বোট’এ অবৈধ বিদ্যুৎ সংযোগে : সাংবাদিকদের হুমকি ও হয়রানি Logo বাগেরহাটে কোটি টাকার ইয়াবাসহ আটক -১

আসামী গ্রেফতারের পরও মামলা নিতে গড়িমসি জয়দেবপুর থানার ওসির

গাজীপুর জেলার জয়দেবপুর থানার অন্তগত রাজেন্দ্র ইকো রিসোর্ট সিলভার রেইন -এ গতকাল সন্ত্রাসী হামলা করে রিসোর্ট দখল করার অভিযোগ পাওয়া যায়।
জানা যায়, নিজস্ব ২টি বিল্ডিং সহ আর ৬টি ভবন ১০বছরের জন্য ভাড়া নিয়ে সামস ডেভেলপারস রিসোর্ট ব্যবসা পরিচালনা করে আসছে। চুক্তির আড়াই বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ ভবন মালিকগণ ভাড়াটিয়া চুক্তি বাতিল করতে চায়। এনিয়ে গাজীপুর জেলা সহকারী জজ ১ম আদালতে একটি দেওয়ানি মামলা চলমান। যার নং- ৪০৪/২০২ইং।
এখানে উল্লেখ্য যে- ৬জন ভবন মালিকের জায়গার পরিমান ৩বিঘা আর অপারেটর কোম্পানির একাই জায়গার পরিমান ৪ বিঘা ৫ শতাংশ।
কিন্তু হঠাৎ করে গতকাল সন্ত্রাসী কায়গায় অপজিশন পার্টি দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে পুরো রিসোর্ট দখল করে নেয় এবং ভেতরের সকল স্টাফদের বের করে দেয়। রিসোর্টের দায়িত্বরত কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, দুপুর দেড়টার সময় মোটর সাইকেল নিয়ে একদল সন্ত্রাসী তন্ময় ও সাগরের নেতৃত্বে রিসোর্ট দখল করে। পরবর্তীতে রাত পৌণে ১টার সময় রিসোর্টের সোপা, চেয়ার, গ্লাস ও অন্যান্য ফার্ণিচারসহ চাঙ্গিরচর এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে সোর্পদ করে। আসামী গ্রেফতারের প্রায় ২৪ঘন্টা হলেও এখনি পর্যন্ত মামলা রুজু করেনি জয়দেবপুর থানা পুলিশ।
এ ব্যাপারে রিসোর্টের পরিচালক আজিজুর রহমান বলেন- সকাল ১১টায় অভিযোগ দায়ের করলেও এখনি পর্যন্ত পুলিশ মামলা নেয়নি। আমাদের স্টাফরা মার খেয়ে হাসপাতালে ভর্তি। এ পর্যন্ত ৮ বার আমাদের এখানে হামলা হয়েছে। তদন্তের কথা বলে সময়ক্ষেপণ করে উল্টো আমাদের ধমকাচ্ছে।
অনুসন্ধানে জানা যায়- জয়দেবপুর থানার ওসি ইব্রাহিম খলিল যোগদানের পর থেকে আইন শৃঙ্খলা চরম অবনতি হচ্ছে। মোটা অংকের উৎকোচ গ্রহন করে সেবা গ্রহিতাদের হয়রানি করছেন।
এ ব্যাপারে ওসি জয়দেবপুর থানাকে একাধিকবার বার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি।

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ছিল পানি, ছিল পরিবেশও-তবুও প্রাণ টেকেনি!

SBN

SBN

আসামী গ্রেফতারের পরও মামলা নিতে গড়িমসি জয়দেবপুর থানার ওসির

আপডেট সময় ০৮:৩৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

গাজীপুর জেলার জয়দেবপুর থানার অন্তগত রাজেন্দ্র ইকো রিসোর্ট সিলভার রেইন -এ গতকাল সন্ত্রাসী হামলা করে রিসোর্ট দখল করার অভিযোগ পাওয়া যায়।
জানা যায়, নিজস্ব ২টি বিল্ডিং সহ আর ৬টি ভবন ১০বছরের জন্য ভাড়া নিয়ে সামস ডেভেলপারস রিসোর্ট ব্যবসা পরিচালনা করে আসছে। চুক্তির আড়াই বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ ভবন মালিকগণ ভাড়াটিয়া চুক্তি বাতিল করতে চায়। এনিয়ে গাজীপুর জেলা সহকারী জজ ১ম আদালতে একটি দেওয়ানি মামলা চলমান। যার নং- ৪০৪/২০২ইং।
এখানে উল্লেখ্য যে- ৬জন ভবন মালিকের জায়গার পরিমান ৩বিঘা আর অপারেটর কোম্পানির একাই জায়গার পরিমান ৪ বিঘা ৫ শতাংশ।
কিন্তু হঠাৎ করে গতকাল সন্ত্রাসী কায়গায় অপজিশন পার্টি দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে পুরো রিসোর্ট দখল করে নেয় এবং ভেতরের সকল স্টাফদের বের করে দেয়। রিসোর্টের দায়িত্বরত কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, দুপুর দেড়টার সময় মোটর সাইকেল নিয়ে একদল সন্ত্রাসী তন্ময় ও সাগরের নেতৃত্বে রিসোর্ট দখল করে। পরবর্তীতে রাত পৌণে ১টার সময় রিসোর্টের সোপা, চেয়ার, গ্লাস ও অন্যান্য ফার্ণিচারসহ চাঙ্গিরচর এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে সোর্পদ করে। আসামী গ্রেফতারের প্রায় ২৪ঘন্টা হলেও এখনি পর্যন্ত মামলা রুজু করেনি জয়দেবপুর থানা পুলিশ।
এ ব্যাপারে রিসোর্টের পরিচালক আজিজুর রহমান বলেন- সকাল ১১টায় অভিযোগ দায়ের করলেও এখনি পর্যন্ত পুলিশ মামলা নেয়নি। আমাদের স্টাফরা মার খেয়ে হাসপাতালে ভর্তি। এ পর্যন্ত ৮ বার আমাদের এখানে হামলা হয়েছে। তদন্তের কথা বলে সময়ক্ষেপণ করে উল্টো আমাদের ধমকাচ্ছে।
অনুসন্ধানে জানা যায়- জয়দেবপুর থানার ওসি ইব্রাহিম খলিল যোগদানের পর থেকে আইন শৃঙ্খলা চরম অবনতি হচ্ছে। মোটা অংকের উৎকোচ গ্রহন করে সেবা গ্রহিতাদের হয়রানি করছেন।
এ ব্যাপারে ওসি জয়দেবপুর থানাকে একাধিকবার বার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি।